বহুমাত্রিক সাংবাদিকতায় দুই যুগের অভিজ্ঞতা The Daily Morning Glory-এর কক্সবাজার ব্যুরোচীফ হলেন হুমায়ুন কবির

কক্সবাজার প্রতিনিধি :বহুল প্রচারিত জাতীয় ইংরেজি দৈনিক The Daily Morning Glory-এর কক্সবাজার ব্যুরোচীফ পদে পদোন্নতি পেয়েছেন অভিজ্ঞ সাংবাদিক হুমায়ুন কবির। দীর্ঘদিন অনুসন্ধানী ও মাঠপর্যায়ের সাংবাদিকতায় দক্ষতা, পেশাগত সততা এবং নির্ভীক প্রতিবেদন প্রকাশের স্বীকৃতিস্বরূপ তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সাংবাদিক হুমায়ুন কবির বর্তমানে একাধিক জাতীয় ও অনলাইন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি জাতীয় দৈনিক দৈনিক গণমুক্তি, অপরাধ বিষয়ক ম্যাগাজিন অপরাধ জগত, দৈনিক আমাদের দিন, অনলাইন নিউজ পোর্টাল times24.net–এর কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি গতিবিধি প্রতিদিন নিউজ মাল্টিমিডিয়া চ্যানেলের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
অনুসন্ধানী সাংবাদিকতায় নিরবচ্ছিন্ন পথচলা
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই যুগেরও বেশি সময় ধরে সাংবাদিক হুমায়ুন কবির জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন পত্রিকায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সীমান্ত সংকট, মাদক ও মানবপাচার, বন ও পরিবেশ ধ্বংস, দুর্নীতি ও অনিয়মসহ স্পর্শকাতর ইস্যুতে তার অনুসন্ধানী প্রতিবেদন পাঠক ও সংশ্লিষ্ট মহলে আলোচিত হয়েছে।
বিশেষ করে কক্সবাজার ও পার্বত্য অঞ্চলের নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, বন বিভাগের অনিয়ম, মৎস্য ও উপকূলীয় অপরাধ নিয়ে প্রকাশিত একাধিক প্রতিবেদনে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি পায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সাংবাদিক সংগঠনে সক্রিয় ভূমিকা
সাংবাদিকতার পাশাপাশি সংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় হুমায়ুন কবির। তিনি রামু প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমএসইউ), কক্সবাজার জেলা কমিটির সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনের মাধ্যমে তিনি সাংবাদিকদের অধিকার, পেশাগত নিরাপত্তা ও নৈতিক সাংবাদিকতা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।
প্রতিক্রিয়া পদোন্নতি প্রসঙ্গে সাংবাদিক হুমায়ুন কবির বলেন,“এই স্বীকৃতি আমার একার নয়—এটি সততা ও পেশাদার সাংবাদিকতার প্রতি আস্থার প্রতিফলন। আমি আগের মতোই সত্য, ন্যায় ও জনস্বার্থে কাজ করে যেতে চাই।”
তিনি তার সহকর্মী, পাঠক ও শুভানুধ্যায়ীদের কাছে আন্তরিক দোয়া কামনা করেছেন।



