ভারত

সামাজিক ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ ডিব্রুগড়ের চেমিম আখতারা আলিকে টপ টায়ার সম্মান

ডিব্রুগড়, আসাম ১১ জানুয়ারি: সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ উৎকর্ষের অবদানের স্বীকৃতি স্বরূপ ডিব্রুগড়ের চেমিম আখতারা আলিকে টপ টায়ার সম্মানে ভূষিত করা হয়েছে। নয়াদিল্লির মাচিনা ব্যাঙ্কুই হল-এ অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রীর হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন চেমিম আখতারা আলি। প্রয়াত সাংবাদিক রহমত আলি ও প্রয়াত জেবিন আখতারা বেগমের দ্বিতীয়া কন্যা তথা ডিব্রুগড়ের নালিয়াপুল নব্যজ্যোতি পথের বাসিন্দা ইমদাদ রাতুল আলির সহধর্মিণী চেমিম আখতারা আলি দ্বিতীয়বারের মতো এই সম্মান অর্জন করেছেন।

উল্লেখযোগ্য যে, প্রতি বছর ৪ জানুয়ারি দিল্লিতে আয়োজিত এক স্মরণীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের অসাধারণ ব্যক্তিত্বদের তাঁদের অবদান ও অনুপ্রেরণাদায়ক যাত্রার জন্য সম্মানিত করে আসছে সংশ্লিষ্ট সংস্থাটি। দেশের অন্যতম অগ্রণী ইভেন্ট কোম্পানির লক্ষ্য শুধু পুরস্কার প্রদানই নয়, বরং সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আলোচনায় আনা ও আলোকপাত করাও।অনুষ্ঠানে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ভাগ্যশ্রীর গ্ল্যামারাস প্রবেশ অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। তিনি শুধু পুরস্কারপ্রাপ্তদের সম্মানই জানাননি, বরং ‘অ’রা’-র এই উদ্যোগেরও প্রশংসা করেন। ভাগ্যশ্রীর মতো খ্যাতনামা ব্যক্তিত্বের উপস্থিতিতে সন্ধ্যাটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

Related Articles

Back to top button