বাংলাদেশ

‎চরফ্যাশনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

মীর সাজু, ‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসাকের মতবিনিময় এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গণভোট প্রচার সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে পৃথক পৃথকভাবে এ দুইটি সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান।

‎এ সময় চরফ্যাশনের চারটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), নৌবাহিনীর কমান্ডারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন।

‎সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে গণভোট ও ভোটাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

‎তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করছে। এ ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা আহ্বান করেন।

 

Related Articles

Back to top button