ভারত

ডিব্রুগড়ের মির্জাবাগ মসজিদের পেশ ইমাম মাওলানা আনোয়ার হুসেইনের স্বেচ্ছা অবসর গ্রহণ

ডিব্রুগড়,আসাম , ৫ জানুয়ারি: ডিব্রুগড়ের ঐতিহ্যবাহী মির্জাবাগ মসজিদের পেশ ইমাম মাওলানা আনোয়ার হুসেইন গত ৩১/১২/২০২৫ তারিখে প্রায় সত্তর বছর বয়সে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। পেশ ইমামকে আবেগঘন বিদায় জানাতে মির্জাবাগ এলাকার জনগণ ও মসজিদ জামাতের উদ্যোগে একটি বিদায় সভার আয়োজন করা হয়।সভায় বৃহত্তর ডিব্রুগড়ের বিভিন্ন জামাতের বহু ইমাম, জামাতের প্রবীণ সদস্য, উপদেষ্টা, সাধারণ সদস্য, স্থানীয় যুব সংগঠনের সদস্যদের পাশাপাশি বহু শিশুও উপস্থিত থেকে বিদায় সভাটিকে স্মরণীয় করে তোলে। মসজিদ পরিচালনা কমিটির এই উদ্যোগকে এককথায় অনন্য বলে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বীকার করেন। উপস্থিত বিজ্ঞ আলেম-ওলামারা এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে প্রত্যেক মসজিদের ইমামকে যথাযথ সম্মান জানিয়ে বিদায় জানানোর আহ্বান জানান এবং এই মহৎ কাজের জন্য পরিচালনা কমিটির সদস্য ও কর্মকর্তাদের অভিনন্দন জানান।উল্লেখযোগ্য যে, ডিব্রুগড়ের আমোলাপট্টিতে অবস্থিত মির্জাবাগের ঐতিহ্যবাহী প্রাচীন মসজিদটি ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। ১৩৭ বছর প্রাচীন আমোলাপট্টি মির্জাবাগ মসজিদের পেশ ইমাম আনোয়ার হুসেইন সাহেব ১৯৭৭ সালের ২ ডিসেম্বর ঐতিহ্যবাহী মির্জাবাগ মসজিদে দায়িত্ব গ্রহণ করে টানা ৪৮ বছর ইমামতি করেন।

ইমাম আনোয়ার হুসেইন করিমগঞ্জ জেলার বাগবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি করিমগঞ্জের বাগবাড়ি মদিনাতুন উলুম মাদ্রাসায় শিক্ষা লাভ করেন। ১৯৭৪ সালে ‘মাওলানা’ এবং পরে ১৯৭৫ সালে ‘কারি’ ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৭৫ সালে শিবসাগর শহরের বাবুপট্টি মসজিদে ইমামতি করার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ১৯৭৭ সালের ২ ডিসেম্বর তিনি মির্জাবাগ মসজিদে পেশ ইমাম হিসেবে নিয়োগ পান এবং তখন থেকে টানা ৪৮ বছর ইমামতি করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
স্থানীয় জনগণ জানান, এই ৪৮ বছরের মধ্যে তিনি মাত্র তিনবার নিজের বাড়িতে গিয়েছিলেন। এমনকি তিনি নিজে কখনো ছুটি নিতেও চাননি। কর্মজীবনের শুরুতে তাঁর মাসিক বেতন ছিল মাত্র ১০০ টাকা।এই সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে ফুলাম গামোছা, মানপত্র এবং দীর্ঘদিনের সেবার স্বীকৃতি হিসেবে জনগণের পক্ষ থেকে এককালীন সহায়তা হিসেবে ৩ লক্ষ টাকা উপহারসহ বিভিন্ন উপহারে সম্মানিত করা হয়।অনুষ্ঠানে মির্জাবাগ মসজিদ কমিটির উপদেষ্টা আব্দুল খালেক, সভাপতি মির্জা মোস্তাফা রহমান বেগ, সহ-সভাপতি মতিউর রহমান, যুগ্ম সম্পাদক জেড এন মোস্তাইন বেগ, আবু নাসের, কোষাধ্যক্ষ জুনেইদ আহমেদসহ আমোলাপট্টি মির্জাবাগ এলাকার বহু শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন।

Related Articles

Back to top button