সস্ত্রীক মাদুরোর মুক্তি দাবি চীনের

টাইমস ২৪ ডটনেট: সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর মুক্তি দাবি করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমেরিকার উচিত মাদুরো এবং তার স্ত্রীকে দ্রুত মুক্তি দেওয়া। এছাড়া চীন তাদের আটককে ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।মন্ত্রণালয় এক বিবৃতিতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে জোরপূর্বক আটক করে দেশ থেকে বের করে দেওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।মার্কিন যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম এবং জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির স্পষ্ট লঙ্ঘন বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার, অবিলম্বে তাদের মুক্তি দেওয়ার, ভেনেজুয়েলার সরকার পতন বন্ধ করার এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বানও জানিয়েছে চীন।ভেনেজুয়েলার সরকার জানিয়েছে শনিবার রাজধানী কারাকাসের পাশাপাশি মিরান্ডা, আরাগুয়া এবং লা গুয়াইরা রাজ্যে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিয়েছেন।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ওই সময় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন। তিনি এ হামলাকে তার দেশের তেল ও খনিজ সম্পদ কেড়ে নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা হিসেবে নিন্দা করেন। কারাকাসে যেসব জায়গায় হামলা চালানো হয়েছে তার মধ্যে সামরিক স্থাপনাও রয়েছে।



