বাংলাদেশ

বেগম খালেদা জিয়া একজন নিখুঁত দেশপ্রেমিক ও সাংবাদিক বান্ধব ছিলেন: ওবায়দুর রহমান শাহীন

সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র দোয়া মাহফিল

বগুড়া প্রতিনিধি: সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র উদ্যোগে শনিবার বাদ জোহর বগুড়া প্রেসক্লাবের নবনির্মিত ভবনের বেগম খালেদা জিয়া মিলনায়তনে বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন,

আমি বাগবাড়িতে গিয়েছিলাম। বাগবাড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়িটি সেই আগের মতোই রয়েছে। কয়েক যুগ কেটে গেছে কিছুই পরিবর্তন হয়নি। জিয়াউর রহমান চাইলে সেই বাড়িটি অট্টালিকা হতে পারতো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অথবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাইলেও তা হতে পারতো, এমনকি মুখ দিয়ে বললেও তা হয়ে যেত। কিন্তু তা করা হয়নি। ইসলাম যেরকম জীবন যাপন করতে বলেছে, জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার জীবনযাপন ছিল সেরকম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বলতেন এই দেশ আমার মাটি আমার। ওনার এর বাইরে আর কিছুই ছিল না। তিনি সারা জীবন দেশ ও জনগণের কল্যাণে কাজ করে গেছেন। বেগম খালেদা জিয়া একজন নিখুঁত দেশপ্রেমী এবং সাংবাদিক বান্ধব ছিলেন। তার মুখ থেকে আমরা অনেক নামিদামি কথা শুনেছি। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি।

সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ।

সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ সাংবাদিকগণ দোয়া মাহফিলে অংশগ্রহন করেন। বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা বেলায়েত হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

 

Related Articles

Back to top button