রামু থানার পুলিশের জালে ১,৮০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার : কক্সবাজারের রামুতে পুলিশের অভিযানে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রামু থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়ার নির্দেশে এসআই(নিঃ) নিক্সন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মোবাইল ডিউটি পালনকালে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাঠির মাথা ব্রিজের পূর্ব পাশে লিংক রোড টু উখিয়া আঞ্চলিক মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করেন।
এসময় সন্দেহভাজন নুরুল আমিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার পায়ের সঙ্গে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় একটি পোটলার ভেতর ৯টি পলিজিপার প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
গ্রেফতারকৃত নুরুল আমিন টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব সাতঘরিয়াপাড়া এলাকার মৃত সুরুত আলম ও মৃত জমিলা খাতুনের ছেলে।
পুলিশ ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করে আসামিকে গ্রেফতার করে নিজ হেফাজতে নেয়। এ ঘটনায় রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর ৫/৫, তারিখ ২ জানুয়ারি ২০২৬।
রামু থানা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



