topআন্তর্জাতিক

ভেনেজুয়েলার রাজধানীসহ ৪ অঞ্চলে মার্কিন হামলা

টাইমস ২৪ ডটনেট
# ভেনেজুয়েলার সব সশস্ত্র বাহিনী মোতায়েনের নির্দেশ
# হামলার পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা
# হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, স্ত্রীসহ মাদুরো আটক : ট্রাম্প
ভেনেজুয়েলার রাজধানীসহ চার অঞ্চলে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির মার্কিন এ হামলাকে সরাসরি সামরিক আগ্রাসন বলে আখ্যা দিয়েছে। গতকাল শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার সরকার রাজধানী কারাকাসসহ দেশটির অন্তত চারটি অঞ্চলে হামলা হয়েছে। এসব হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে তারা। এমনকি এই ঘটনাকে ভেনেজুয়েলা ‘সামরিক আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়েছে।
গতকাল শনিবার এক বিবৃতিতে ভেনেজুয়েলার সরকার জানায়, তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনেজুয়েলার ভূখণ্ড ও জনগণের ওপর হামলার অভিযোগ তুলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। বিবৃতিতে বলা হয়, রাজধানী কারাকাসের পাশাপাশি মিরান্দা, আরাগুয়া ও লা গুয়াইরা রাজ্যের বেসামরিক ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। এই অভিযোগ এমন এক সময় এসেছে, যখন স্থানীয় সময় শনিবার রাত প্রায় ২টার দিকে কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় আকাশে নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান বা উড়োজাহাজের শব্দও শোনা গেছে। ভেনেজুয়েলার সরকার আরও জানায়, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সংবিধান ও জাতীয় নিরাপত্তা আইনের আলোকে ‘যথাযথ সময় ও পরিস্থিতিতে’ জাতীয় প্রতিরক্ষা পরিকল্পনা কার্যকর করার নির্দেশ দিয়েছেন। আলজাজিরা জানিয়েছে, ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার ভেতরে একাধিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। সিবিএস-এর প্রতিবেদনে বলা হয়, এসব লক্ষ্যবস্তুর মধ্যে সামরিক স্থাপনাও ছিল। তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সব প্রশ্ন হোয়াইট হাউসের কাছে পাঠিয়েছে বলে জানিয়েছে সিবিএস।
এদিকে দেশজুড়ে সব সশস্ত্র বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্তের কথা জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। গতকাল শনিবার স্প্যানিশ ভাষায় দেওয়া এক ভিডিও বার্তায় পাদ্রিনো লোপেজ বলেন, ভেনেজুয়েলা ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ আগ্রাসনের’ মুখে রয়েছে। এই পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ভিত্তিতে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশ অনুযায়ী সেনাবাহিনীসহ দেশের সব সশস্ত্র বাহিনী অবিলম্বে মোতায়েন করা হবে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন। ভিডিও বার্তায় পাদ্রিনো লোপেজ বলেন, ‘তারা আমাদের ওপর হামলা চালিয়েছে, কিন্তু আমাদের দমিয়ে রাখতে পারবে না।’ ভেনেজুয়েলা সরকার আগেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলার অভিযোগ এনে একে ‘সামরিক আগ্রাসন’ বলে অভিহিত করেছে। এর পরই দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সাম্প্রতিক এসব ঘটনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা আরও গভীর হচ্ছে। পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
অপরদিকে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। গতকাল শনিবার স্থানীয় সময় রাত ২টায় দেশটির রাজধানী কারাকাসসহ অন্যান্য অঞ্চল বিস্ফোরণে কেঁপে ওঠে। এরপর ভেনেজুয়েলার সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গায় সামরিক অবকাঠামো ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে। এই হামলা চালাতে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জরুরি অবস্থা ঘোষণা করে নিকোলাস মাদুরো বলেছেন যুক্তরাষ্ট্র তার দেশের তেল ও খনিজ সম্পদ লুটে নিতে এ হামলা চালিয়েছে।
মার্কিনিদের হামলার নিন্দা জানিয়ে ভেনেজুয়েলার সরকার এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ভূখণ্ডে যে চরম ন্যাক্কারজনক সামরিক আগ্রাসন চালিয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ভেনেজুয়েলা। একই সাথে বিশ্ববাসীর কাছে আমরা এই ঘটনার আনুষ্ঠানিক অভিযোগ তুলে ধরছি এবং এই সামরিক আগ্রাসন পুরোপুরি প্রত্যাখ্যান করছি।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ওপর এ হামলা চালানোর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিবিএস। মার্কিন কর্মকর্তারা সংবাদমাধ্যমটিকে বলেছেন, সামরিক অবকাঠামোসহ বিভিন্ন জায়গায় হামলা চালাতে বলেছেন তিনি। ভেনেজুয়েলা মাদক উৎপাদন করে যুক্তরাষ্ট্রে পাঠায় এমন অভিযোগ তুলে ক্যারিবিয়ান অঞ্চলে প্রথমে যুদ্ধজাহাজসহ অন্যান্য সামরিক সরঞ্জাম জড়ো করে মার্কিন সেনারা। তারা প্রথমে সাগরে নৌকায় হামলা চালানো শুরু করে। আজ সরাসরি ভেনেজুয়েলার ভেতরে হামলা চালানো হয়েছে।
তবে ভেনেজুয়েলায় বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার মধ্যরাতে রাজধানী কারাকাসসহ ভেনেজুয়েলার বিভিন্ন জায়গা বিস্ফোরণে কেঁপে ওঠে। এরপর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এর মধ্যে ট্রাম্প দাবি করেছেন ব্যাপক হামলার পর মাদুরোকে আটক করা হয়েছে। সামাজিকমাধ্যম ট্রুথে করা এক পোস্টে ট্রাম্প বলেছেন, মাদুরো ও তার স্ত্রীকে আটকের পর ভেনেজুয়েলা থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর একটি বড় ধরনের হামলা চালিয়েছে। অভিযানে মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এই অপারেশনটি যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর সাথে মিলে করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। গতকাল স্থানীয় সময় সকাল ১১টায় মার-এ-লাগোতে একটি সংবাদ সম্মেলন করা হবে।
মার্কিনিদের হামলার নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলার সরকার এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ভূখণ্ডে যে চরম ন্যাক্কারজনক সামরিক আগ্রাসন চালিয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ভেনেজুয়েলা। একইসাথে বিশ্ববাসীর কাছে আমরা এই ঘটনার আনুষ্ঠানিক অভিযোগ তুলে ধরছি এবং এই সামরিক আগ্রাসন পুরোপুরি প্রত্যাখ্যান করছি।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ভেতর এ হামলা চালানোর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিবিএস। মার্কিন কর্মকর্তারা সংবাদমাধ্যমটিকে বলেছেন, সামরিক অবকাঠামোসহ বিভিন্ন জায়গায় হামলা চালাতে বলেছেন তিনি। ভেনেজুয়েলা মাদক উৎপাদন করে যুক্তরাষ্ট্রে পাঠায় এমন অভিযোগ তুলে ক্যারিবিয়ান অঞ্চলে প্রথমে যুদ্ধজাহাজসহ অন্যান্য সামরিক সরঞ্জাম জড়ো করে মার্কিন সেনারা। তারা প্রথমে সাগরে নৌকায় হামলা চালানো শুরু করে। আর আজ সরাসরি ভেনেজুয়েলার ভেতরে হামলা চালিয়েছে।

Related Articles

Back to top button