বাংলাদেশভারত

খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন জয়শংকর

সুকুমার সরকার : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে শ্রদ্ধা জানাতে তিনি আসছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশন গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোক বার্তায় তিনি জানান, ‘বেগম খালেদা জিয়ার প্রয়াণের খবরে গভীরভাবে মর্মাহত হয়েছি। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের পাশাপাশি বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

তিনি আরও উল্লেখ করেন, ‘এই শোক সহ্য করার শক্তি যেন মহান আল্লাহ তার পরিবারকে দান করেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন এবং বিশেষ করে ভারত–বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবেন।’

এদিকে বেগম জিয়ার জানাজায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসহাক দারও যোগ দেবেন বলে নিশ্চিত করেছে ঢাকায় পাকিস্তান হাইকমিশন। এছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশের প্রতিনিধিদের জানাজায় যোগ দেওয়ার তথ্য জানা গেছে। টানা ৪০ দিন ধরে চিকিৎসাধীন খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

Related Articles

Back to top button