ডিব্রুগড় জেলা দাবা সংস্থার স্বর্ণজয়ন্তী বর্ষের সমাপনী কর্মসূচির সূচনা বৃক্ষরোপণ ও ৫০টি পতাকা উত্তোলনের মাধ্যমে

এম. হাশিম আলি, ডিব্রুগড়, আসাম থেকে : ডিব্রুগড় জেলা দাবা সংস্থার স্বর্ণজয়ন্তী বর্ষের সমাপনী উদযাপনের ছয়দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে প্রকৃতিপ্রেমী নবীন বড়ুয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ একযোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এর পর আয়োজকবৃন্দ ও শহরের বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে ৫০টি পতাকা উত্তোলন করা হয়।
ডিব্রুগড়ের হনুমানবক্স সূরজমল কানোই কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচি সকাল ৯টা ৪৫ মিনিটে একটি কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয়। প্রতিযোগিতাটি পরিচালনা করেন ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের কুইজ মাস্টার জিতু রঞ্জন চেতিয়া। পাশাপাশি একটি উন্মুক্ত সভাও অনুষ্ঠিত হয়, যা উদ্বোধন করেন দাবা সংস্থার সভাপতি মনোজ কুমার গোহাইন। উন্মুক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া বিশ্লেষক ডাঃ মৃগাঙ্ক শেখর চলিহা। সভা শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।একই উপলক্ষে একটি আন্তর্জাতিক রেটিং টুর্নামেন্টেরও উদ্বোধন করা হয়। কানই কলেজের অধ্যক্ষ ড. শশীকান্ত শইকীয়া এবং ডাঃ. মৃগাঙ্ক শেখর চলিহা যৌথভাবে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উল্লেখযোগ্য যে, ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত ডিব্রুগড় জেলা দাবা সংস্থা দাবার প্রসার ও উন্নয়নের লক্ষ্যে ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করে নিজস্ব স্বকীয়তা বজায় রেখে ৫০ বছরের পথচলা সম্পূর্ণ করেছে। আগামী প্রজন্মকে অনুপ্রাণিত ও যুক্ত করার উদ্দেশ্যে ২৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত এই উদযাপন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ তথ্য জানান সংস্থার সভাপতি মনোজ কুমার গোহাঁই ও সম্পাদক মানিক চন্দ্র গগৈ—আয়োজক কমিটির পক্ষ থেকে। পাশাপাশি স্বর্ণজয়ন্তী বর্ষের সমাপনী উদযাপন কমিটির পক্ষ থেকে সভাপতি ড. শশীকান্ত শইকীয়া, কার্যকরী সভাপতি ডাঃ. ইন্তিকাবুর রহমান এবং সম্পাদক জয়ন্ত গগৈও একই তথ্য অবহিত করেন।



