বাংলাদেশ

কক্সবাজারে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার থেকে : ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য দুপুর ১টা ৩০ মিনিটে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ আঃ মান্নান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমান। আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে স্মরণ করা হয় এবং মুক্তিযুদ্ধে তাঁদের অবদানের গুরুত্ব তুলে ধরা হয়।

এছাড়াও একই দিনে সকাল ১১টা ০০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, কক্সবাজার। সভায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত থেকে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

সভাসমূহে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট সদস্যগণ অংশগ্রহণ করেন।

Related Articles

Back to top button