আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সেনা বিমানবন্দরের বাইরে বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। রোববার এ বিস্ফোরণ ঘটে বলে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদমাধ্যম আল জাজিরার বরাত দিয়ে চীনা সংবাদমাধ্যম সিজিটিএন জানিয়েছে, এ বিস্ফোরণে ১০ জন নিহত ও আটজন আহত হয়েছেন।আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল নাফি তাকোর রয়টার্সকে বলেন, ‘রোববার সকালে কাবুলের সেনা বিমানবন্দরের কাছে বিস্ফোরণে আমাদের অনেক নাগরিক শহীদ ও আহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে।’ যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তান ছাড়ার পর ২০২১ সালের ১৫ আগস্ট দেশটির ক্ষমতায় আসে তালেবান। তারা শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেও দৃশ্যত অস্থিতিশীল দক্ষিণ এশিয়ার দেশটি। গত বছরের অক্টোবরে আফগানিস্তানের সামানগান প্রদেশের আয়বাকে একটি স্কুলে বিস্ফোরণের ঘটনায় ১৯ জন নিহত ও ২৪ জন আহত হন। ওই মাসেই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়সংলগ্ন একটি মসজিদে হামলায় চারজন নিহত হন। এর আগে মে মাসে মাজার-ই-শরিফ এলাকায় একাধিক বিস্ফোরণে ৯ জন নিহত হন। এসব হামলার দায় স্বীকার করেছে তালেবানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট (আইএস)।