বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করলো ভারত

সুকুমার সরকার : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের করা দাবিগুলো রোববার প্রত্যাখ্যান করেছে ভারত। একই সঙ্গে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে দেশটি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশে নির্বাচন আয়োজনের পক্ষে ভারত ধারাবাহিকভাবে তার অবস্থান তুলে ধরছে। একটি অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুত্বের ওপরও জোর দেওয়া হয়।
অন্তর্বর্তী সরকারের উত্থাপিত দাবিগুলো নাকচ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
জানায়, বাংলাদেশের বন্ধুসুলভ জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ডে ভারতের ভূখণ্ড কখনোই ব্যবহার করতে দেওয়া হয়নি।
এ ছাড়া বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের অনুকূল পরিবেশ তৈরিসহ অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ঢাকার অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা ভারতের।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন অব্যাহত রাখবে ভারত।



