সৎ ও আদর্শবান মানুষ গঠনে হাফেজিয়া মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে – অধ্যক্ষ সেলিম রেজা তালুকদার

মো: আ: জব্বার : ফুলবাড়ীয়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের কৃতি সন্তান, সরকারী সুফিয়া মহিলা ডিগ্রী কলেজ মাদারীপুর এর সাবেক অধ্যক্ষ, অত্র মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর আর.জে.এম. সেলিম রেজা তালুকদার বলেন, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে সৎ ও আদর্শবান মানুষ গঠনে এ মাদ্রাসা সহ সকল হাফেজিয়া মাদ্রাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি বলেন, ওয়াজ মাহফিল সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রাখে বলে আমি মনে করি। ধর্মীয় চেতনা জাগ্রত করা এবং কোরআন শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে মাদ্রাসা ও ধর্মসভাগুরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
গত বুধবার (১০ ডিসেম্বর) ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা ৭নং বাক্তা ইউনিয়নের নিশ্চিন্তপুর বড়বাড়ী নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আর.জে.এম সেলিম রেজা তালুকদার এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাক্তা ইউনিয়ন পরিষদের নন্দিত চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল হক মাখন।
উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে কুরআন ও হাদিসের আলোকে ওয়াজ নসিহত পেশ করেন ঢাকার গুলশানস্থ বায়তুল মামুর জামে মসজিদের খতিব হযরত মাও: মুহাম্মদ ইসমাঈল বুখারী (কাশিয়ানী) দা: বা:। ত্রিশালস্থ বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মোঃ ইদ্রিস দা: বা: এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে ওয়াজ নসিয়ত পেশ করেন মধুপুরস্থ বানিয়াবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাও: মোঃ আব্দুল আজিজ দা: বা:, নিশ্চিন্তপুর নতুন বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাও: যোবায়ের আহমেদ দা: বা:, টাঙ্গাইল জামিয়া আশরাফিয়া এর মুহাদ্দিস হযরত মাও: শামীম আশরাফী দা: বা: সহ স্থানীয় ওলামায়ে কেরামগণ।
ওয়াজ মাহফিল পরিচালনা করেন কেশরগঞ্জ বাজারস্থ তালিমুল কুরআন বালিকা মাদ্রাসার মুহতামিম মুফতি মো: রফিকুল ইসলাম দা: বা: এবং সার্বিক সহযোগিতায় ছিলেন অত্র মাদ্রাসার মুহতামিম মাও: মুফতি আইয়ৃব হাসান দা: বা:।
উক্ত ধর্মসভায় আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবক ও উপস্থিত মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং কোন প্রকার ভুল-ত্রুটি হয়ে থাকলে তার জন্য সকলের নিকট ক্ষমা প্রার্থনা করেন।



