বাংলাদেশ

শাহজালাল বিপুল পরিমাণ স্পাই ডিভাইসসহ ২ জন গ্রেফতার

টাইমস ২৪ ডটনেট : ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার সকালে বিপুল পরিমাণ স্পাই ডিভাইসসহ ২ জনকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। গ্রেফতারকৃতরা হলো; শাহারুন আলী (৩৮) ও ইকবাল হোসেন জীবন (৩৫)। এয়ারপোর্ট আর্মড পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে এয়ারপোর্ট আর্মড পুলিশ। তাদের কাছ থেকে ৭৬ পিস ডিজিটাল ইলেকট্রনিক স্পাই ডিভাইস, ৫০ পিস ইয়ারপিস, ৩ পিস ল্যাপটপ ও ৬ পিস মোবাইল ফোন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ২ জন জানায়, গ্রেফতারকৃত শাহারুন আলী (৩৮) সাধারণ যাত্রীবেশে চীন থেকে এই ডিভাইসগুলো আনয়ন করে এবং পরবর্তীতে এয়ারপোর্টে অপেক্ষারত চক্রের আরেক সদস্য ইকবাল হোসেন জীবন (৩৫) সহ একসাথে এয়ারপোর্ট ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলো। এসময় তাদের গ্রেফতার করা হয়।

Related Articles

Back to top button