ডিব্রুগড়ের জ্যেষ্ঠ আইনজীবী ইফতিকার আহমেদের মৃত্যু

এম হাশিম আলি ডিব্রুগড়, ১১ নভেম্বর: ডিব্রুগড়ের কালীবাড়ি নিবাসী, জ্যেষ্ঠ আইনজীবী ইফতিকার আহমেদ (ফারুক)-এর ৭৪ বছর বয়সে আজ সকালে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। ১৯৫২ সালে ডিব্রুগড়ের কালীবাড়িতে জন্মগ্রহণকারী আহমেদ প্রথমে ডিব্রুগড়ের পাচআলিতে অবস্থিত দীঘলী বাজার প্রাইমারি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। পরে জর্জ হাইস্কুল (বর্তমানে বাগ্মীবর নীলমণি ফুকন হাইস্কুল) থেকে ম্যাট্রিক উত্তীর্ণ হয়ে ডিব্রুগড় কানই বানিজ্য মহাবিদ্যালয় থেকে বি.কম. ডিগ্রি অর্জন করেন। ডিব্রুগড় থেকে এলএলবি পাশ করার পর তিনি প্রথমে গৌহাটি উচ্চ আদালতে আট বছর আইনজীবী হিসেবে কাজ করেন। পরে তিনি অরুণাচল সরকারের হাই কোর্ট বেঞ্চে আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন এবং অরুণাচল সরকারের প্যানেল আইনজীবীও ছিলেন। ডিব্রুগড় উকিল সমিতির সদস্য আহমেদ প্রায় আট বছর ধরে ডিব্রুগড়ের বগা বাবা মাজারের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এক সময় কালীবাড়ি ওয়ার্ড কমিশনের সদস্য হওয়ার পাশাপাশি তিনি বহু সামাজিক অনুষ্ঠান ও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।মৃত্যুর সময় আহমেদ তাঁর স্ত্রী, আইনজীবী জেনিফা জামান এবং দুই পুত্রসহ পরিবারের অনেক আত্মীয়স্বজনকে রেখে যান। আজ তাঁর জানাজা আমোলাপট্টি কবরস্থানে বহু শ্রদ্ধাভাজনের উপস্থিতিতে সম্পন্ন হয়।



