বায়রা নির্বাচন ২০২৬–২৮: অভিজ্ঞ নেতৃত্বে পরিবর্তনের অঙ্গীকার

মাখদুম সামি কল্লোল: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)-এর আসন্ন ২০২৬–২৮ মেয়াদের নির্বাচনে “বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্ট” প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে। সংগঠনের দীর্ঘদিনের সিন্ডিকেট, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জোরালো অবস্থান এবং সদস্যবান্ধব বায়রা গঠনের প্রতিশ্রুতি নিয়ে ফ্রন্টটি নির্বাচনী প্রচারণা শুরু করেছে।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সংসদ সদস্য ও বায়রার সাবেক সভাপতি এম এ এইচ সেলিম। তিনি অতীতে সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রতিষ্ঠা, নীতি-সংস্কার এবং শ্রমবাজার বৈচিত্র্যকরণে সফল নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা সামনে তুলে ধরছেন।
অন্যদিকে মহাসচিব পদপ্রার্থী হিসেবে রয়েছেন বায়রার সাবেক যুগ্ম-মহাসচিব-১ মোহাম্মদ ফখরুল ইসলাম, যিনি অতীতে সিন্ডিকেটবিরোধী অবস্থান ও সদস্যদের অধিকার আদায়ের সংগ্রামী ভূমিকায় পরিচিত।
ফ্রন্টের নেতৃবৃন্দের দাবি, সিন্ডিকেটের চাপ, অনিয়ম ও দুর্নীতি বায়রার সদস্যদের ব্যবসা ও ভাবমূর্তিকে বিপর্যস্ত করেছে। প্রতিযোগিতামূলক বৈশ্বিক শ্রমবাজারে টিকে থাকতে হলে অভিজ্ঞ, পরীক্ষিত ও শক্ত নেতৃত্বের বিকল্প নেই। এই লক্ষ্যকে সামনে রেখে নবীন–প্রবীণ সদস্যদের সমন্বয়ে তারা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠন করেছেন।
নেতারা বলেন, বায়রায় স্বচ্ছতা, জবাবদিহি এবং আধুনিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে তাদের পরিকল্পনা সুস্পষ্ট। সিন্ডিকেটের প্রভাব নির্মূল করা, সদস্যদের ন্যায্য অধিকার পুনরুদ্ধার, বাজার সম্প্রসারণ ও দক্ষতা উন্নয়নই হবে তাদের প্রধান কর্মসূচি।
“দুর্নীতির বীজ ধ্বংস করি, সদস্যবান্ধব বায়রা গড়ি”—এ স্লোগানকে সামনে রেখে তারা নির্বাচনী প্রচারণায় সদস্যদের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
বায়রার আসন্ন নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে প্রার্থীদের তৎপরতা ও প্রচারণা জোরদার হয়েছে। সদস্যদের প্রত্যাশা, একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের মধ্য দিয়ে সংগঠনে কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।



