
টাইমস ২৪ ডটনেট : ময়মনসিংহে রেলওয়ে আয়োজিত গণশুনানিতে রেলওয়ে নানা সংকটের কথা তুলে ধরে সমাধান চেয়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে বিদ্যমান রিসোর্স ও সীমাবদ্ধতা অনুধাবন পূর্বক যাত্রীসাধারণ ও অংশীজনের মতামত বা অভিযোগ বিবেচনায় নিয়ে প্রদত্ত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক ঢাকা কর্তৃক গণশুনানির আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকাল ৩ টায় শুরু হয় চলে সন্ধা পর্যন্ত এ গণশুনানি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রূপম আনোয়ার। সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান।

গণশুনানি সঞ্চালনা করেন সহকারী বাণিজ্যকি কর্মকর্তা-২ মো. মাসুদ সারওয়ার। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. মহববতজান চৌধুরী, বিভাগীয় প্রকৌশলী (বিদ্যুৎ) সাখেরুজ্জামান, বিভাগীয় প্রকৌশলী-১ মো. সিরাজ উদ্দিন খান, বিভাগীয় প্রকৌশলী (টেলিকম ও সংকেত) রুবায়েত শরীফ প্রমুখ।



