topআন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ১৮ হাজার বেসামরিক হতাহত হয়েছেন: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার হামলায় এখন পর্যন্ত প্রায় ১৮ হাজার বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। প্রতিবেশি দেশটিতে রাশিয়ার চলমান ১০ মাসের যুদ্ধে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার জাতিসংঘের এক বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) ইউক্রেনীয়দের প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছে। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। ওএইসসিএইচআর বলছে, গত ২৪ ফেব্রুয়ারি মস্কো পুরোদমে সামরিক অভিযান শুরু করার পর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ইউক্রেনে ১৭ হাজার ৮৩১ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। তাদের মধ্যে ৬ হাজার ৮৮৪ জন নিহত এবং ১০ হাজার ৯৪৭ জন আহত হয়েছেন।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এই সংস্থা বলেছে, রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতদের মধ্যে ৪২৯ জন শিশুও রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বেশিরভাগ বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে ভারী কামান, বহুমুখী রকেট নিক্ষেপ, ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলার কারণে। তবে এসবের বাইরেও দেশটিতে বিস্ফোরক অস্ত্রেরও ব্যবহার করেছে রাশিয়া। রাশিয়ার হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ডনবাস অঞ্চল। যা দোনেৎস্ক এবং লুহানস্কের পূর্বাঞ্চল নিয়ে গঠিত।

সূত্র: ডিপিএ।

Related Articles

Back to top button