বাংলাদেশ

চরফ্যাশনে নারী শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

মীর সাজু চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশনে নারী শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, ছাত্রী ও মায়ের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় ক্যাম্পাসে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি সিকদার হুমায়ুন কবির, গোফরান মহাজন, কাজী মনজুর হোসেন এবং খাইরুল ইসলাম সোহেল।

মতবিনিময় সভায় বক্তারা বলেন—নারী শিক্ষার অগ্রযাত্রায় শিক্ষক, মা এবং ছাত্রীর যৌথ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার্থীদের পাঠদানে আগ্রহী করে তোলা এবং মায়েদের আরও সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন তাঁরা।

এ সময় বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রী ও মহিলা অভিভাবকরা অংশগ্রহণ করে নারী শিক্ষার উন্নয়নে নানা অভিমত ও প্রস্তাবনা তুলে ধরেন।

বক্তারা আশা প্রকাশ করেন, সমাজের সকল শ্রেণির মানুষ একসঙ্গে কাজ করলে চরফ্যাশনে নারী শিক্ষার মান আরও উন্নত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি শিক্ষিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

Related Articles

Back to top button