কক্সবাজার সরকারি কলেজে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

এস.এম. হুমায়ুন কবির, কক্সবাজার থেকে : দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান কক্সবাজার সরকারি কলেজে আজ সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর মোহাং আমিরুল আনোয়ার চৌধুরী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও মিলাদ ও দোয়া মাহফিলের আহ্বায়ক জনাব আবুল মনসুর।

সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা সমবেত হতে থাকেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে হামদ, নাতে রাসূল, ইসলামী সংগীতসহ বিভিন্ন ধর্মীয় পরিবেশনা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করেন কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশিবির ইউনিট, ছাত্রদল, ছাত্রশক্তিসহ ক্যাম্পাসের বিভিন্ন সক্রিয় ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।
সন্ধ্যায় পরিবেশিত হয় ‘জুলাইয়ের অনুভূতি ধারণ’ শীর্ষক মনোজ্ঞ অভিনয়। পাশাপাশি কাওয়ালী, নাশিদ, দেশাত্মবোধক গানের মতো আকর্ষণীয় ইভেন্টে অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রধান অতিথি প্রফেসর আমিরুল আনোয়ার চৌধুরী তাঁর বক্তব্যে বলেন—
“এই সীরাত সন্ধ্যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। ছাত্রসংগঠনের পক্ষ থেকে প্রস্তাব পাওয়ার পরই আমি আগ্রহ প্রকাশ করি এবং বাস্তবায়নের জন্য কমিটি গঠন করি। শুরু থেকে কলেজ ছাত্রশিবিরের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় অনুষ্ঠানটি সফল হয়েছে।”
তিনি আশা প্রকাশ করেন, এমন আয়োজন শিক্ষার্থীদের জন্য নতুন অভিজ্ঞতার দুয়ার খুলে দেবে।
সভাপতি জনাব আবুল মনসুর বলেন—
“অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনায় অনুষ্ঠানটি পরিচালনা করতে পেরে আমি গর্বিত।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজের সভাপতি মোহাম্মদপু আয়ুব আনসারী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ নোমান, কলেজ ছাত্রদলের নেতা মিনহাজ, এবং অসংখ্য ছাত্রপ্রতিনিধি।
ডেইলি মর্নিং গ্লোরিকে একজন শিক্ষার্থী জানান
“ভর্তির তিন বছরেরও বেশি সময় পর এমন মনোমুগ্ধকর আয়োজন প্রথম দেখলাম। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।”
অনুষ্ঠানের সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের মেধাবী শিক্ষার্থী ও কলেজ বিতর্ক ক্লাবের সভাপতি মঈনউদ্দীন রাকিব।
অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়।



