ভালুকায় সুদের ব্যবসা জমজমাট, নিন্ম আয়ের মানুষ দিশেহারা

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় দিনের পর দিন সুদের ব্যবসা ভয়াবহভাবে বাড়ছে। এলাকাজুড়ে কয়েকটি সংগঠিত সুদারু চক্র চক্রবৃদ্ধি হারে টাকা দিয়ে নিম্ন আয়ের মানুষকে ঋণের ফাঁদে ফেলছে। ফলে দরিদ্র পরিবারগুলো দ্রুত নিঃস্ব হয়ে পড়ছে।
স্থানীয়দের অভিযোগ, আর্থিক সংকটে থাকা মানুষরা দিশেহারা হয়ে এসব সুদের ফাঁদে পড়লেও পরে তারা অসহনীয় কিস্তি, অতিরিক্ত সুদ এবং চক্রবৃদ্ধি হারের চাপে আরও দুর্দশায় পড়ে যায়। সুদের টাকার পাশাপাশি অতিরিক্ত জরিমানা, জোরপূর্বক আদায় ও মানসিক চাপের কারণে অনেক পরিবার মানবেতর জীবন যাপন করছে।
এলাকার সচেতন মহল বলছে, সুদের এই অনিয়ন্ত্রিত ব্যবসা এখনই বন্ধ না হলে ভালুকার দরিদ্র জনগোষ্ঠীর ওপর আরও ভয়াবহ প্রভাব পড়বে। তারা বিষয়টি দ্রুত প্রশাসনের নজরে আনার দাবি জানিয়েছেন এবং নিম্ন আয়ের মানুষের জন্য সুলভ ও নিরাপদ ঋণের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।



