গাজীপুরে সিদ্দিকুর রহমান হত্যা: ছিনতাইকারী ইমরান গ্রেপ্তার, র্যাবের কাছে স্বীকারোক্তি

এস.এম..নাহিদ : গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান (৫৬) হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা র্যাবের কাছে স্বীকার করেছে প্রধান সন্দেহভাজন ইমরান (৩০)। রোববার (৭ই ডিসেম্বর) বিকেলে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১।
র্যাব জানায়, গত শনিবার (৬ই ডিসেম্বর) ভোর ছয়টা থেকে সাতটার মধ্যে টঙ্গী পূর্ব থানার বন্ধন কমিউনিটি সেন্টারের সামনের ফ্লাইওভারের ওপর ছিনতাইয়ের সময় সিদ্দিকুর রহমানের ওপর হামলা চালানো হয়। পেশায় বিদ্যুৎ ট্রান্সমিটারের স্টোরকিপার সিদ্দিকুর সেদিন সকালে কর্মস্থল কেরানীগঞ্জের উদ্দেশে বাসা থেকে বের হন। পথিমধ্যে পথরোধ করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেন সিদ্দিকুর। তখন ইমরান তাঁর হাতে ধারালো অস্ত্র দিয়ে তিনটি আঘাত করে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। অতিরিক্ত রক্তক্ষরণে সিদ্দিকুর ঘটনাস্থলের নিচেই মারা যান।ঘটনার পর ইমরান কোনাবাড়ী এলাকায় পালিয়ে যায় এবং পরে আবার টঙ্গীর মাজার বস্তিতে ফিরে আত্মগোপন করে। সেখানে ছিনতাইকৃত মোবাইল ফোনটি এক হাজার টাকায় বিক্রি করে। ঘটনাস্থলে ফেলে যাওয়া রক্তমাখা জুতো ও ছুরি এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে র্যাব তাকে শনাক্ত করে।
র্যাব-১ জানায়, গ্রেপ্তার হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান সিদ্দিকুর রহমানকে ছুরিকাঘাতে হত্যার বিষয়টি স্বীকার করেছে। অভিযানে তাঁর কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় শনিবার রাতে টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা হয়। ইমরানকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



