নাইক্ষ্যংছড়ি’র বাইশারী শাহা-নুদ্দিন দাখিল মাদরাসায় শিক্ষার্থীদের যৌন হয়রানি অভিযোগ শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

টাইমস ২৪ ডটনেট : নাইক্ষ্যংছড়ি’র বাইশারী শাহা- নুরুদ্দিন দাখিল মাদরাসায় প্রধান শিক্ষক নুরুল হাকিম শিক্ষার্থীদের যৌন হয়রানি অভিযোগ।
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী শাহা-নুদ্দিন দাখিল মাদরাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানী, ছাত্রী নিপিড়ক,ও অশ্লীন কু-প্রস্তাবের অভিযোগ উঠেছে।
শিক্ষার্থীর দাবি এই শিক্ষকের চাকরীচ্যুতি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ছাত্র-ছাত্রী সহ অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী।
এসময় স্থানীয়রাও একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করে। এ সময় শিক্ষক ও ছাত্র ছাত্রীর মধ্যে গুরুপ হয়ে মানববন্ধনকে ছত্র ভঙ্গ করার জন্য উভয়ের মধ্যে মারামারি সংঘর্ষ হয় এতে আহত হয় অনেক ছাত্র/ছাত্রী। বর্তমানে তারা নাইক্ষ্যংছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দিন অবস্থায় আছে।
৭ই ডিসেম্বর রোজ রবিবার দুপুর ২টার সময় মাদরাসা চত্ত্বর ও বাইশারী বাজারের প্রধান সড়কে মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুল হাকিমের কঠোর শাস্তির দাবীতে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
বিএনপি নেতা জসিম উদ্দিন, ও জামায়েত ইসলামীর নেতা রফিক বছরি ছাত্র /ছাত্রীদেরকে মানা ও গ্রহণ যোগ্য সন্তুষ্ট মূলক উপদেশ প্রদান করেন এবং বলেন শিক্ষার্থীদের দাবির বিষয়ে একটা সিদ্ধান্ত নিবেন।
এলাকা বাসির সুত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের শাহা-নুরউদ্দিন দাখিল মাদরাসার ছাত্রীদের শরীর স্পর্শ সহ নানাভাবে যৌন হয়রানি ও অশ্লিন কু-প্রস্তাব।
ভুক্তভোগী শিক্ষার্থীরা মাদরাসা থেকে বাড়ি ফিরে কান্নাকাটি করলে তার মা/বাবা কারণ জিজ্ঞাসা করলে সে ঘটনার কথা খুলে বলে।
এ ব্যাপারে শিক্ষার্থীর অভিভাবকরা গত কয়েকদিন আগে মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানা এবং ইউওনো বরাবর অভিযোগ ডায়াল করেন। এবং এই অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত টিম গঠন করা হলেও এই পর্যন্ত এর কোন সমাধান হয়নি।
মানবন্ধনে বক্তারা জানান, পূর্বেও ওই শিক্ষকের একাধিক যৌন হয়রানি অভিযোগ রয়েছে।
মাদরাসার পুরুষ শিক্ষক যখন শিক্ষার্থীদের কে যৌন হয়রানি করে সেখানে ছাত্রীরা কোনভাবে নিরাপদ না। এমন চরিত্রহীন শিক্ষককে চাকরীচ্যুতি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
