দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য রেখে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান আমিনুল ইসলামের

এস.এম.নাহিদ: দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য রেখে সব ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল ইসলাম।শনিবার (৬ই ডিসেম্বর) রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ঢাকা-১৮ আসনবাসীর আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে আমিনুল ইসলাম বলেন, দলের সিদ্ধান্তই সর্বোচ্চ। তাই এই আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীরের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। তিনি আরও বলেন, আন্দোলন ও নির্বাচন উভয় ক্ষেত্রেই শক্তি সঞ্চয়ের জন্য দলীয় ঐক্য এখন সবচেয়ে জরুরি।
উল্লেখ্য, গতকাল মনোনয়ন বঞ্চিতদের সমর্থনে উত্তরায় মশাল মিছিল হয়। এরই ধারাবাহিকতায় আজকের দোয়া মাহফিলেও নেতা*কর্মীদের মধ্যে ঐক্যের বার্তা তুলে ধরেন আমিনুল ইসলাম।দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



