ফুলবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি, মো: আ: জব্বার : ময়মননিংহের ফুলবাড়িয়ার সাংবাদিকদের প্রাণের সংগঠন ফুলবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে প্রেস ক্লাবের সহ-সভাপতি ১ সাংবাদিক মো: আবুল কালাম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক সাংবাদিক মো: আব্দুল হালিম এর পরিচালনায় অত্র সভায় ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম এর শ্বশুর বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ এর মৃত্যুতে শোকপ্রস্তাব গৃহিত হয় এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনের পর মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক আসাদুজ্জামান আসাদ।
এসময় সহ-সভাপতি -২ মো: নজরুর ইসলাম খান, দপ্তর সম্পাদক মো: হেলাল উদ্দিন উজ্জ্বল, কোষাধ্যক্ষ শামীম আহমেদ নীলু সহ ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।
কোষাধ্যক্ষ শামীম আহমেদ নীলু উক্ত সভায় আয় ও ব্যয়ের হিসাব নিকাশ উপস্থাপনের পর সর্বসম্মতিক্রমে হিসাব নিরীক্ষা কমিটি ও গঠণতন্ত্র সংশোধন কমিটি গঠন এবং কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত গৃহিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম আরম্ভ করা হয়। কোরআন তেলাওয়াত করেন ধর্মীয় সম্পাদক সাংবাদিক মো: শহিদুল ইসলাম।
উল্লেখ্য যে, প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এটিই প্রথম।



