সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

মাখদুম সামি কল্লোল: সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩ ডিসেম্বর বিকাল ৩টায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের প্রধান কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুল বাতেন এবং মহাসচিব মোঃ সাইফুল আলম। আরও উপস্থিত ছিলেন বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক নেতা ও হানিফ পরিবহনের মালিক মোঃ হানিফ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু।মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ হায়াত, দ্রুত আরোগ্য এবং সুস্থ জীবনে ফেরার জন্য আল্লাহর দরবারে দোয়া করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশনেত্রীর সুস্থতার জন্য শ্রমিক-মালিক পরিবার সবসময়ই একসাথে দোয়া করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, পরিবহন মালিক-শ্রমিক এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।



