গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি শোভন কুমার সাহার নেতৃত্বে মিয়ানমার পাচারকালে শীতবস্ত্র–ব্যাগ জব্দ

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ শোভন কুমার সাহা–এর দিকনির্দেশনায় চোরাইপথে মিয়ানমার পাচারের সময় শীতের পোশাক ও ব্যাগসহ মালামাল জব্দ করেছে পুলিশ।
সোমবার (০২ ডিসেম্বর ২০২৫) ভোর রাতে ফাঁড়ির এসআই মো. জুয়েল চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ স্কুলপাড়া এলাকায় রাত্রিকালীন টহলরত অবস্থায় একটি মোটরসাইকেলকে সিগন্যাল দিলে তা থামে। মোটরসাইকেল আরোহীর পরিচয় জিজ্ঞাসায় তিনি জিয়াবুল হক সেলিম (১৮), পিতা—মো. দুলাল, গ্রাম—গোদায়াকাটা, ওয়ার্ড–০৪, কচ্ছপিয়া ইউনিয়ন বলে জানায়।
পরে মোটরসাইকেলটি তল্লাশি করে এর সাথে বাঁধা পাঁচটি প্লাস্টিকের বস্তা থেকে ১৮০টি ছেলেদের শীতের সোয়েটার (হুডি) এবং ৩০টি মহিলাদের ভেনিটি ব্যাগ উদ্ধার করা হয়। মালামালের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সে জানায়, এগুলো চোরাইপথে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
পুলিশ মালামালগুলো জব্দ করেছে এবং ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেছেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শোভন কুমার সাহা।



