বাংলাদেশ

দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিআইডব্লিউটিসিতে দোয়া মাহফিল

মাখদুম সামি কল্লোল: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও মাদার অব ডেমোক্রেসি খ্যাত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৩০ নভেম্বর বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়নের উদ্যোগে সংস্থার প্রধান কার্যালয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি নিয়াজ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলাউদ্দীনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুল করিম মজুমদার।

দোয়া পরিচালনা করেন প্রধান কার্যালয় মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক। মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বিআইডব্লিউটিসির কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button