শান্তিচুক্তির জন্য যে শর্ত দিলেন পুতিন

টাইমস ২৪ ডটনেট: ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধবিরতি ও শান্তিচুক্তির চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। গত কয়েকদিনে এ সংক্রান্ত আলোচনায় অগ্রগতি দেখা গেছে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যদি ইউক্রেন যুদ্ধ বন্ধ চায় তাহলে রাশিয়ার ‘দাবিকৃত’ অঞ্চলগুলো থেকে ইউক্রেনকে সেনা প্রত্যাহার করে নিতে হবে। যদি চুক্তির মাধ্যমে ইউক্রেন এতে রাজি হয় ভালো। নয়ত শক্তি প্রয়োগের মাধ্যমে লক্ষ্য অর্জন করা হবে।২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপ অধিগ্রহণ করে রাশিয়া। এরপর ২০২২ সালে সামরিক হামলা চালিয়ে পূর্ব ডনবাসের বেশিরভাগ অংশ দখল করে। এখানে দোনেস্ক ও লুহানস্ক অবস্থিত। রুশ প্রেসিডেন্ট চান এই অঞ্চলগুলো রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বঅকৃতি দিতে হবে।তবে ইউক্রেন বলেছে, ডনবারের যেসব অঞ্চল এখনো তাদের নিয়ন্ত্রণে আছে সেগুলো তারা ছাড় দেবে না। আর এ নিয়ে কোনো আলোচনাও তারা করবে না।
২০ বছর আগে হারিয়ে যাওয়া ভারতীয় নারীকে পাওয়া গেল বাংলাদেশে
পুতিনের এমন নতুন মন্তব্যের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘সত্যিকার অর্থে যুদ্ধ বন্ধের চেষ্টাকে অপমান করেছেন পুতিন’।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কিরগিজস্তান সফরে গিয়ে পুতিন বলেছেন, ইউক্রেনের লক্ষ্য হলো তাদের শেষ সেনার মৃত্যুর আগ পর্যন্ত রাশিয়ার সঙ্গে যুদ্ধ করবে। তবে এক্ষেত্রে রাশিয়া প্রস্তুত আছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র একটি খসড়া তৈরি করেছে। এই খসড়া রাশিয়া পেয়েছে বলে নিশ্চিত করেছেন পুতিন। তিনি বলেছেন, এটি চুক্তির ভিত্তি হতে পারে। এ চুক্তিতে নির্দিষ্ট কিছু ধারা আছে যেগুলো নিয়ে আলোচনা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: বিবিসি।



