বাংলাদেশ

‎চরফ্যাশনে প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন ২০২৫ পালিত

মীর সাজু, ‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশন উপজেলায় উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ পালন করা হয়েছে।
‎বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. রাজন আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা জামায়াত ইসলামির আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরিফ হোসাইন, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার প্রমুখ।

‎প্রথমে একটি র‍্যালি উপজেলা ভবনের সামনে থেকে শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, খামারি, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

‎পরে উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের সামনে প্রদর্শনীতে উপজেলার ২১টি ইউনিয়ন থেকে আসা খামারিরা ৩০টি স্টলে তাদের পালিত গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কবুতর, খরগোশসহ বিভিন্ন দেশীয় প্রাণী প্রদর্শন করেন। এবং পশুর রোগ প্রতিরোধ, আধুনিক খামার ব্যবস্থাপনা, কৃত্রিম প্রজনন এবং সুষম খাদ্য ব্যবস্থাপনা–বিষয়ক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

‎অনুষ্ঠানের শেষে উন্নত ব্যবস্থাপনায় খামার পরিচালনার স্বীকৃতিস্বরূপ ১৫ জন সফল খামারিকে পুরস্কৃত করা হয়।

বক্তব্যতে ‎বক্তারা বলেন, দেশীয় জাতের উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার প্রাণিসম্পদ উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। খামারীদের সঠিক প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়া গেলে খামারভিত্তিক উৎপাদন বৃদ্ধি পাবে এবং তা দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।

Related Articles

Back to top button