বাংলাদেশ

চরফ্যাশনে নেশা খাইয়ে দুর্ধষ চুরি॥ বৃদ্ধের আকুতি আমাকে রেখে সবনিয়া গেছে,আমি এখন নিঃস্ব

মীর সাজু চরফ্যাশন থেকে॥রাত জেগে পাহাড়া দিয়ে চোখের সামনে থেকে স্বণাংলকারসহ প্রায় ৭ থেকে ৮লাখ টাকার মালামাল নিয়ে গিছে চোরচক্র। বৃদ্ধ মা ছায়েরা বিবি’র আকুতি ঘর থেকে সব নিইয়া গেছে, শুধু আমাকে রাইখা গেছে বলে কেদে দেন। গত রবিবার দিবাগত রাতে ভোলার চরফ্যাশন ওসমানগঞ্জ ১নম্বার ওয়ার্ড চান মিয়া দালাল বাড়িতে এই দুধর্ষ চুরির ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। চুরি ঘটনা নিয়ে গতকাল সোমবার খোকন বাদী হয়ে চরফ্যাশন থানা একটি সাধারণ ডায়েরী করেন।
সোহাগ ওরপে খোকন বলেন,মনে হয়,পূর্বে থেকে পরিকল্পীত। রবিবার দুপুরে খাবার খাওয়ার পর থেকে ঘুম ঘুম এবং ক্লান্ত ভাব,ভেবেছি শরীরই ক্লান্ত লাগে। তবুও সংগ্রাম করে কর্মস্থলে গিয়েছি। সন্ধ্যারাত বাড়িতে খবর নিয়ে জানলাম বাড়ির লোকজনও ঘুম ঘুম ভাব,ক্লান্ত অনুভাব করছে। আশপাশের লোকজন বাসা আসলেও একএকজনে একএক ধরনের পরামর্শ এবং আল্লাহর উপর ভরশা রেখে ঘুমাতে বলছে। আমরা রাতের খারারও খেয়ে কেউ ঘুমাচ্ছি আবার কেউ রাত ১২টায় পর্যান্ত সজাগ রয়েছে। এরপর সবাই ঘুমিয়ে পড়লে রাত আনুমানিক দেড়টা দিকে মায়ের চিৎকার সজাগ হয়ে দেখি চোখের সামনে চোর দৌড়িয়ে পালাচ্ছে। ডাক চিৎকার দিয়ে চোরকে ধরার জন্য দৌড়ালেও খালি হাতে অন্ধকারে দৌড়িয়ে ধরতে পারিনী। ঘরে এসে দেখি চুকেস ভেঙ্গে ২টি সোনার চেইন,যার আনুমানিক মূল্য সাড়ে ৩ থেকে ৪লাখ টাকা, ২টি মোবাইল সেট, ২টি সোনার অংকটি,মায়ের অনেক পুরানো কিছু চুরি, নগদ ১লাখ ৮০হাজার টাকাসহ প্রায় ৭/৮লাখ টাকার মালামাল নিয়ে আমাদেরকে নিঃস্ব করে দিয়েছে।
হাসপাতালে বৃদ্ধ পিতা নুরুল ইসলাম বলেন,আমাগোরে ভাতের সাথে নেশা খাওয়ায়ে রাতে সব চুরি করে নিয়ে গেছে। গভীররাত হলে অজ্ঞান হয়ে পড়ি।
বৃদ্ধ ছায়েরা বিবি কান্না কন্ঠে বলেন, সন্ধ্যারাতে খুব আতংক নিয়ে রাত ১২টা পর্যন্ত সজাগ ছিলাম। আল্লাহ’র নাম জপতে জপতে ঘুমাইয়া পড়লাম। আবার বিকট শব্দে আমার ঘুম ভেঙ্গে যায়,চোখ মেলে দেখি খালি গায়ে একটা লোক জুকেস থেকে মালামাল বের করছে, অরেকটা লোক দাড়িয়ে দাড়িয়ে লইতেছে দেখে ছেলে খোকনকে ডাক দেই,ততক্ষনে চোর চোখের সামনে দিয়ে দৌড়িয়ে পালিয়ে যায়।
খোকন বলেন, আমরা এব্যাপারে গতকাল সোমবার (২৪নভেম্বর) চরফ্যাশন থানা সাধারন ডায়েরী করি।
চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুুর রহমান হাওলাদার বলেন,চুরি ঘটনার কথা শুনেছি, ব্যাপারটি ক্ষতিয়ে দেখছি।
ছবিঃ সংযুক্ত
ক্যাপশনঃ চরফ্যাশন ওসমানগঞ্জ চানমিয়া দালাল ওরফে পদুল্লাহ মিয়ার বাড়িতে নেশাখাইয়ে চুরির ঘটনা এলাকায় আতংক বিরাজ করছে।

Related Articles

Back to top button