SCMFP কর্মীদের PF–GF ও লিভ এনক্যাশমেন্ট উদ্বেগ: মানববন্ধনের পর দাবিগুলো মেনে নিল SDF কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার : সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (SDF)–এর অধীন পরিচালিত ‘Sustainable Coastal and Marine Fisheries Project (SCMFP), Component-3’–এর কর্মীদের প্রভিডেন্ট ফান্ড (PF), গ্র্যাচুইটি (GF) এবং Earned Leave (EL) Encashment সংক্রান্ত অনিশ্চয়তা ঘিরে উদ্বেগের অবসান ঘটেছে। মানববন্ধন শেষে SDF-এর ব্যবস্থাপনা পরিচালক (MD) কর্মীদের উত্থাপিত প্রধান দাবিগুলো গ্রহণ করেছেন বলে কর্মীরা জানিয়েছেন।
মানববন্ধনে কর্মীদের দাবি
আগামী ৩০ নভেম্বর ২০২৫ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগে আর্থিক প্রাপ্যতার লিখিত নিশ্চয়তা না পাওয়ায় কর্মীরা ২৩ নভেম্বর সকালে ঢাকার মোহাম্মদপুরেরঙহ SDF প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। কর্মীরা তাদের তিন দফা মূল দাবি উপস্থাপন করেন—
১) অবিলম্বে PF ও GF নিষ্পত্তির লিখিত নিশ্চয়তা,
২) Earned Leave Encashment নিশ্চিত করা,
৩) পাওনা পরিশোধের নির্দিষ্ট তারিখ ও timeline ঘোষণা।
কর্মীদের অভিযোগ ছিল—প্রকল্প শেষের মাত্র কয়েকদিন আগে এসেও HR ও PMU থেকে কোনো নির্দিষ্ট সময়সীমা বা লিখিত নির্দেশনা পাওয়া যায়নি। Exit/Closure Plan–ও প্রকাশ না হওয়ায় প্রাপ্যতার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হয়।
মাঠপর্যায়ের কর্মীদের উদ্বেগ
চট্টগ্রাম, খুলনা, বরিশাল, পটুয়াখালী ও ভোলা অঞ্চলের মাঠকর্মীরা জানান—উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকায় দীর্ঘদিন কাজের পর প্রকল্প শেষের মুহূর্তে আর্থিক অনিশ্চয়তা তাদের গভীর মানসিক চাপের মধ্যে ফেলেছিল। প্রাপ্য অর্থই প্রকল্প–পরবর্তী সময়ে তাদের প্রধান আর্থিক ভরসা হওয়ায় দ্রুত সমাধানের দাবি ওঠে।
কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় সমাধান
মানববন্ধনের দিন কর্মীরা SDF-এর ব্যবস্থাপনা পরিচালকের কাছে ১০ দফা প্রশ্নপত্র জমা দেন—যার মধ্যে ছিল PF–GF–EL নিষ্পত্তির সময়সীমা, বাজেট অনুমোদনের অবস্থা, Exit Plan প্রকাশ, শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধের অগ্রগতি ইত্যাদি।
দীর্ঘ আলোচনার পর SDF ব্যবস্থাপনা পরিচালক কর্মীদের সকল যুক্তিসঙ্গত দাবিই বিবেচনায় নেওয়ার ঘোষণা দেন। তিনি কর্মীদের আশ্বস্ত করেন যে—
PF, GF ও Earned Leave Encashment প্রকল্পনির্দেশিকা ও সরকারি নীতিমালা অনুযায়ী পরিশোধ করা হবে,
একটি নির্দিষ্ট timeline লিখিতভাবে প্রদান করা হবে,
Exit/Closure Plan প্রয়োজনীয় সমন্বয় শেষে প্রকাশ করা হবে,
আর্থিক প্রাপ্যতা নিষ্পত্তির প্রক্রিয়া দ্রুত শেষ করা হবে।
কর্মীদের সন্তুষ্টি ও আন্দোলন স্থগিত
কর্মীরা জানান, কর্তৃপক্ষের ইতিবাচক অবস্থানের কারণে তারা মানববন্ধন থেকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন। SDF কর্তৃক লিখিত নিশ্চয়তা প্রদানের প্রতিশ্রুতিতে তারা আশাবাদী।



