topআন্তর্জাতিক

তাইওয়ানে সামরিক বাহিনীতে এক বছর কাজ করা বাধ্যতামূলক

আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানে সামরিক বাহিনীতে কাজ করার মেয়াদ চার মাস থেকে বেড়ে এক বছর হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন এমনটিই বলেছেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলন থেকে প্রেসিডেন্ট সাই প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার এই পরিকল্পনা ঘোষণা করেন। তিনি বলেন, শান্তি আকাশ থেকে নামবে না… তাইওয়ান কর্তৃত্ববাদী সম্প্রসারণের সম্মুখ পর্যায়ে রয়েছে। প্রেসিডেন্ট সাই বলেন, নিয়োগের ক্ষেত্রে আরও কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হবে। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের অগ্রগামী সামরিক বাহিনীর কাছ থেকে কিছু জিনিসপত্র ধার করা হবে। তিনি জানান, তাইওয়ানের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা চীনের আগ্রাসনের সঙ্গে তাল মেলানোর ক্ষেত্রে অপর্যাপ্ত। সাই বলেন, এটি সত্যিই কঠিন সিদ্ধান্ত। প্রেসিডেন্ট হিসেবে, সামরিক বাহিনীর প্রধান হিসেবে জাতীয় স্বার্থ এবং গণতান্ত্রিক জীবনধারা রক্ষায় এটি আমার অনিবার্য দায়িত্ব। তিনি বলেন, কেউ যুদ্ধ চায় না। তাইওয়ান ও তাইওয়ানের নাগরিকরা অভিন্ন, আন্তর্জাতিক সম্প্রদায়ও এক। চীনা সামরিক আগ্রাসন আগস্টের পর থেকে বাড়ছে। গত আগস্টে যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকে তাইপে ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

Related Articles

Back to top button