শশীভূষণে ইকরা মডেল মাদ্রাসায় বোর্ড পরীক্ষার্থীদের জন্য দোয়া ও পুরস্কার বিতরণ

মীর সাজু চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ ইকরা মডেল মাদ্রাসায় তৃতীয় ও পঞ্চম শ্রেণির বোর্ড পরীক্ষার্থীদের জন্য দোয়া, খতমে কুরআন, সবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০ টার দিকে শশীভূষণ বাজারের দক্ষিণ মাথা টিএনটি মোড়ের পূর্ব পাশে অবস্থিত ইকরা মডেল মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মাওলানা মমিনুল ইসলাম ও মাওলানা নুরনবীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন শশীভূষণ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সরোয়ার হাজী, রসুলপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন,চর মাদ্রাজ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. ইদ্রিস,উত্তর চরমানিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শশীভূষণ মানবিক হেল্প সেল্ফের সভাপতি বিল্লাল মাস্টার,ইকরা মডেল মাদ্রাসার সহকারী পরিচালক হাফেজ মাওলানা মুফতি মো. মাইনুল ইসলাম, সিনিয়র শিক্ষক মাওলানা রাকিবুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী সুমন মিয়া, শশীভূষণ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বাছেদ মৃধা সহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন,শিক্ষার আলোয় আলোকিত হয়ে আজকের ছোট শিক্ষার্থীরাই একদিন দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কুরআনের শিক্ষা ও সঠিক নৈতিকতার ভিত্তিতে তাদের নিজেকে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠান শেষে মেধাবী ও আদর্শ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সবক প্রদানসহ উত্তীর্ণ হওয়ার জন্য বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



