ভারত

ডিব্রুগড় বইমেলার বিশিষ্ট অতিথি: পশ্চিমবঙ্গের প্রখ্যাত কবি-লেখক, “বঙ্গবিভূষণ” সুবোধ সরকার

এম হাশিম আলি, সংবাদদাতা ডিব্রুগড়: ২২ নভেম্বর: পশ্চিমবঙ্গের প্রখ্যাত কবি ও লেখক সুবোধ সরকার আসন্ন ডিব্রুগড় বইমেলায় উপস্থিত থাকবেন। ডিব্ৰুগড় মিলনজ্যোতি সংঘের উদ্যোগে চৌকিডিংগী ময়দানে আগামী ১২ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত এই বইমেলা অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সম্মান ‘বঙ্গবিভূষণ’ এবং সাহিত্য অকাদেমি পুরস্কারপ্রাপ্ত সুবোধ সরকারের উপস্থিতি আয়োজন কমিটি, সাহিত্যিক মহল এবং পাঠকদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। ১৪তম ডিব্ৰুগড় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে, যা ১০ দিনব্যাপী এক বিশাল কর্মসূচি নিয়ে অনুষ্ঠিত হবে, প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক অনুরাধা শর্মা পুজারি। একই অনুষ্ঠানে সুবোধ সরকার বিশিষ্ট অতিথি হিসেবে যোগ দেবেন। উভয় সাহিত্যিকই এক সৌহার্দ্যপূর্ণ কথোপকথন অনুষ্ঠানে অংশ নেবেন, যার সঞ্চালনা করবেন ঔপন্যাসিক ও গল্পকার জুরি বরা বরগোহাইন।

এছাড়া, ১৪তম ডিব্ৰুগড় বইমেলার ‘কবি সম্মেলন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় কবি প্রণব কুমার বর্মন, যেখানে রাজ্যের বহু নামী-দামি কবি অংশ নেবেন।বইমেলার কর্মসূচির অংশ হিসেবে সুদাকণ্ঠ ড. ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী উপলক্ষে “গীত ও কথার নৈশনি” শীর্ষক এক আলোচনা চক্রের আয়োজন করা হবে। এই অনুষ্ঠানের সঞ্চালনা করবেন অসমীয়া সঙ্গীত গবেষক ও সাংবাদিক Manjit Rajkhowa এবং এতে উপস্থিত থাকবেন নাগাঁওয়ের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রঞ্জন বেজবুরুয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব।জুবীন গার্গকে শ্রদ্ধা জানাতে “ত্রিবিউট টু জুবীন গার্গ: সৃষ্টি ও দৃষ্টি” নামের একটি বিশেষ অনুষ্ঠানও আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তার সাংস্কৃতিক সহযাত্রীদের মধ্যে গুয়াহাটির বিশিষ্ট সুরকার ও গীতিকার দিগন্ত ভারতী, দিগন্ত শর্মা (গুয়াহাটি), ডনি হাজরিকা (মুম্বাই), সাবিন কুমার দাস (গুয়াহাটি), দুডুল সাইকিয়া (গুয়াহাটি) এবং শান্তনু বর্কটকি (ডিব্ৰুগড়)। আরো একটি কর্মসূচি “লাইফ- বিল্ডিং ওয়ার্কশপ”—যা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আয়োজন করা হবে—এতে বক্তা হিসেবে থাকবেন ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রাঞ্জল বুৰাগোহাঁই এবং পুনম গগৈ (ACS), গুয়াহাটি। এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন মাধ্যমিক শিক্ষাবোর্ড, আসাম (SEBA)-এর উপপরিচালক দীপিকা চৌধুরী।
বইমেলা উদযাপন কমিটি এবং মিলনজ্যোতি সংঘের সাধারণ সম্পাদক নিরোদ দত্ত ১৪তম ডিব্ৰুগড় বইমেলাকে ১০ দিনের এক সফল অনুষ্ঠান হিসেবে গড়ে তুলতে বইপ্রেমীদের উপস্থিতি, সহযোগিতা ও সমর্থনের আবেদন জানিয়েছেন।

 

Related Articles

Back to top button