বাংলাদেশ

ভোলা-বরিশাল সেতুর দাবিতে চরফ্যাশনে মানববন্ধন ও বিক্ষোভ

মীর সাজু ‎চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক:
‎ভোলা-বরিশাল সেতুর দাবিতে শশীভূষণ মানবিক হেল্প সেল্ফ সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে।

‎মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে ভোলার চরফ্যাশন ফ্যাশন স্কয়ারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

‎অনুষ্ঠানের শুরুতে ফ্যাশন স্কয়ার থেকে একটি র‌্যালী বের হয়ে শহীদ মিনার চত্বরে এসে বিক্ষোভে রূপ নেয়।

‎শশীভূষণ মানবিক হেল্প সেল্ফ শাখার সভাপতি মো. বেল্লাল মাষ্টারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মালতিয়া, মাদ্রাসা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখর উদ্দিন শাহীন মালতিয়া, এবং শশীভূষণ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান শাহীন প্রমুখ।

‎বক্তব্যতে বক্তারা বলেন, ভোলায় পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও প্রায় ২২ লাখ মানুষ নিতান্ত বঞ্চিত ও অবহেলিত। ভোলা একটি বিচ্ছিন্ন জেলা। অনেক সময় উন্নত চিকিৎসার অভাবে অনেকে মৃত্যুবরণ করেন। শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক অধিকারে ভোলাবাসী দেশের অন্যান্য জেলার তুলনায় অনেক পিছিয়ে আছে। এসব দুর্ভোগ লাগবে দ্রুত ভোলা-বরিশাল সেতু নির্মাণ করার দাবি জানান তারা। অন্যথায় তাদের দাবি না মানা হলে তারা ভোলা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখার এবং কঠিন আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন।

Related Articles

Back to top button