স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, ফিরলেন লাশ হয়ে — নুরাবাদের মেধাবী আশিকের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

মীর সাজু চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
স্বপ্ন ছিল একজন মানবিক ও সফল চিকিৎসক হওয়ার। সেই স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে ঢাকায় পড়াশোনার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন আল ইমতিহান হোসাইন আশিক। কিন্তু অশ্রুভেজা বাস্তবতায় সেই স্বপ্ন আর পূরণ হলো না। হঠাৎ অসুস্থ হয়ে গত বছরের ১৮ই নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি। ফিরে আসেন লাশ হয়ে।
ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের অবসরপ্রাপ্ত সার্জেন্ট সৈয়দ আহমেদের একমাত্র ছেলে ছিলেন আশিক। ব্যক্তিগত জীবন, আচরণ, পড়াশোনা এবং স্বপ্নে ছিলেন সবার অনুপ্রেরণা। পরিবারের একমাত্র ছেলে হওয়ায় তাঁর মৃত্যু এখনো স্বজনদের জন্য গভীর বেদনার।
আজ (১৮ নভেম্বর) তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ ও কুরআন খতমসহ নানা আয়োজন করা হয়। সকালে নিহত আশিকের চাচাতো ভাই সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়ার সমর্থক গোষ্ঠীর ব্যানারে তাঁর কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দিনব্যাপী কুরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া সন্ধ্যায় দুলারহাটে এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়ার অফিস কার্যালয়ে বিশেষ দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে এডভোকেট ছিদ্দিক উল্যাহ মিয়ার শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সবাই আশিকের আত্মার মাগফিরাত, পরিবারের প্রতি ধৈর্য ও তার অপূর্ণ স্বপ্নের সওয়াব কামনা করেন।
স্বজনদের ভাষ্য — “আশিক বেঁচে থাকলে আজ ডাক্তার হওয়ার পথে আরও একধাপ এগিয়ে যেতো। তার স্বপ্ন, চেষ্টা ও আদর্শ আমরা ভুলবো না।”



