আগামী নির্বাচনে সৎ, দক্ষ প্রার্থীর পক্ষে কাজ করবে ছাত্রশিবির – কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম

মীর সাজু চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচনে সৎ, দক্ষ প্রার্থীর পক্ষে কাজ করবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ইসলাম ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আমরা আগামী নির্বাচনে সহযোগীতা করবো। দীর্ঘদিন আদর্শ চর্চার মধ্য দিয়ে আর্দশিক জাগরণ তৈরি হয়। আদর্শিক জাগরণের উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো, ইনশাআল্লাহ। ছাত্র শিবির কর্মীদেরকে মনে রাখতে হবে কোন অন্যায়কে ব্যক্তি পরিচয়ে ঢাকা যায় না, অন্যায় সর্বদা অন্যায়। কেবল মাত্র মনে আল্লাহভীতি থাকলে অন্যায় থেকে বেচে থাকা যায়। এ জন্য নিজেকে আল্লাহর পথে রাখতে হবে।
তিনি মঙ্গলবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা জেলা শাখার আয়োজনে চরফ্যাশন ব্রজ গোপাল টাউন হলে অনুষ্ঠিত উপশাখা প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।
জাহিদুল ইসলাম আরো বলেন, ছাত্রশিবির সরকারের কাছে ৩০ দফা শিক্ষা সংস্কার প্রস্তাব দিয়েছে। সরকারের এই প্রস্তাব দেখার টাইম নাই। সরকারে টাইম আছে এই চিন্তা করার কাকে কিভাবে ক্ষমতায় নিয়ে আসা যায়, কিভাবে আরেক জনের পক্ষপাতিত্ব করা যায়। জুলাইয়ে ছাত্র জনতার রক্তের স্রোতের উপর দিয়ে এ সরকার ক্ষমতায় এসেছে,এই রক্ত স্রোত শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে। অথচ শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকারের মাথা ব্যাথা নেই। যদি শিক্ষা ব্যবস্থার ৩০ দাবি বাস্তবায়ন করা যায়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নত দেশগুলোকে অতিক্রম করতে পারবে, ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন,ছাত্রশিবিরের প্রতিনিধিদের সময় অপচয় রোধ, কঠোর পরিশ্রম ও আল্লাহ সাহায্য প্রার্থনা করে জীবনের সফলতা অর্জন করতে হবে। ডাকসু,জাকসু,রাকসু ও চাকসু নির্বাচনে যা চিন্তাও করিনি এমন বিজয় আল্লাহ আমাদেরকে দিয়েছেন । ধৈর্য আর সাহসিকতার সহিত দ্বীনের কাজ করলে অবশ্যই আল্লাহ বিজয় দান করেন।
ভোলা জেলা শাখার সভাপতি জসিমউদ্দীন সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল জায়েদ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য আরো বক্তব্য রাখেন ভোলা-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল, সুপ্রীম কোর্টের (আপিল বিভাগ) আইনজীবী এডভোকেট পারভেজ হোসেন, ভোলা-৩ আসনে জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম , শিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা, জামায়াতে ইসলামী উপজেলা সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট এনামুল হক রায়হান, উপজেলা সাংগঠনিক সম্পাদক এডভোকেট মহিববুল্লাহ , ছাত্রশিবিরে সাবেক ভোলা শহর সভাপতি মাকসুদুর রহমান,সাবেক জেলা সভাপতি আলমগীর মোঃ সোহাগ, উপজেলা শিবির সভাপতি মেহেদী হাসান সজীব, সেক্রেটারি সাইফুল ইসলাম, পৌর সভাপতি হাফেজ হাসানুল বান্না, সেক্রেটারী মীর সাজিদ প্রমুখ।
চরফ্যাশনের বিভিন্ন এলাকার ইসলামী ছাত্রশিবিরের সহস্রাধিক প্রতিনিধি সমাবেশে অংশ নেন।



