বাংলাদেশ

চরফ্যাশনে মুজিবনগর ইউনিয়নের বিচ্ছিন্নচর ইস্টভেন্ট জমির মালিকানা নিয়ে দুই গ্রুপের পাল্টাপাল্টি অভিযোগ ক্ষতিগ্রস্ত চাষিরা

মীর সাজু, ভোলা চরফ্যাশন: গত 16 ই নভেম্বর ২০২৫ রোজ রবিবার চরফ্যাশন মুজিবনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড চর ইস্টভেন্ট চরের জমির মালিকানা দাবি করে জামাল গংরা দাবীকৃত জমির পরিমাণ চল্লিশ একর সর জমিনে গিয়ে জানা যায় যে, উল্লিখিত চরের জমিতে মোহাম্মদ জাফর,লিটন মাতাব্বর,সেলিম পিটার,মো:ফিরোজ মিয়া,ও বাহাদুর বেপারী এরা চলতি মৌসুমে তরমুজ চাষের জন্য অপর পক্ষ দাবীকৃত জমির মালিকরা মোহাম্মদ কামাল খলিফা,ইলিয়াছ সিকদার, বশির হাওলাদার, খলিল গং দের থেকে জমি লগ্নি নেন বলে জানান সেই সুবাদে আমরা সৈয়দ মেলেটারি কাছে আবার জমি লগ্নি করি সেইজন্য বাঁধ নির্মাণের প্রয়োজন বিদায় নির্মাণ করার চেষ্টা করেন। এই খবর পেয়ে জামাল গংরা বলেন আমরা কাগজপত্রে অরজিনাল মালিক। তোমরা বাধ নির্মাণ করা বন্ধ রাখো।জামালগংদের কথা না শোনার কারণে জামালগংরা বাদী হয়ে তাদের বিরুদ্ধে দুলারহাট থানা একটি অভিযোগ দাখিল করেন।দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই মহিউদ্দিন বাঁধ নির্মাণ কারীদেরকে মাটিকাটা বন্ধ রেখে থানায় যোগাযোগ করার জন্য বলেন এস আই মহিউদ্দিনের কথা না শোনার কারনে জামাল গংরা চরফ্যাসন নৌবাহিনীর কাছে আরেকটি অভিযোগ করেন।ঘটনার সূত্রে জানা যায় যে,গতবছর ঐ বাধ নির্মাণ কারীরা ছলছাতুরি করে মাএ দশ হাজার টাকা জমা দিয়ে বাকী পাচ লাখ নব্বই হাজার টাকা না দিয়ে জোর জুলুম করে এই জমি চাষ করেন বলে জানান জামালগংরা ।চলতি মৌসুমে ঠিক একই কায়দায় আবারো তরমুজ চাষ করার জন্য বাধ নির্মাণ করে। তারা আইন কাননে অবাধ্য। প্রকৃত জমির মালিক জামালগংরা সাংবাদিকদের কে জানান এই চরের ৪০ একর জমির বৌধ কাগজপত্র আমাদের নামে আছে।

Related Articles

Back to top button