মতিঝিলে আওয়ামী লীগের নৈরাজ্য ও আগুনসন্ত্রাসের প্রতিবাদে কৃষি ব্যাংক কর্মচারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের নৈরাজ্য, আগুনসন্ত্রাস ও চোরাগুপ্তা হামলার প্রতিবাদে রাজধানীর মতিঝিল ব্যাংকপাড়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), শ্রমিক দল ও ব্যাংকস এমপ্লয়িজ ফেডারেশন।
বুধবার দুপুরে কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। তারা “সন্ত্রাসের রাজনীতি বন্ধ করো”, “চোরাগুপ্তা হামলার বিচার চাই”সহ নানা স্লোগান দেন।
বক্তারা বলেন, আগুনসন্ত্রাস ও সহিংস রাজনীতি দেশের অর্থনীতি ও ব্যাংক খাতের জন্য ভয়াবহ হুমকি। তারা এ ধরনের নৈরাজ্যের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন।
বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি বলেন, “আমরা ব্যাংকাররা দেশের অর্থনীতির ভিত্তি গড়ে তুলি। কর্মক্ষেত্রে আতঙ্ক সৃষ্টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
বিক্ষোভ শেষে একটি সংক্ষিপ্ত মিছিল ব্যাংকপাড়া প্রদক্ষিণ করে পুনরায় কৃষি ব্যাংক ভবনের সামনে এসে শেষ হয়।



