বাংলাদেশ

‎চরফ্যাশনে উপকূল দিবস পালিত ২০২৫

মীর সাজু, ‎(ভোলা) প্রতিনিধি: উপকূলবাসীর অধিকার ও ন্যায্যতার কথা স্লোগানে ১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে প্রয়াতদের স্মরণে ভোলার চরফ্যাশনে উপকূল দিবস পালন করা হয়েছে।

‎বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় চরফ্যাশন প্রেসক্লাবের আয়োজনে এই দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

‎এসময় উপস্থিত ছিলেন চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি মো. জুলফিকার মাহমুদ নিয়াজ, সাধারণ সম্পাদক কামাল গোলদার, সহ-সভাপতি সজিব শাহরিয়ার, আমির হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক নোমান সিকদার, ও জামাল মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন জমাদার, দপ্তর সম্পাদক নুরুল্লাহ ভুঁইয়া, সাহিত্য সম্পাদক অশোক শাহা,
দৈনিক জনতা প্রতিনিধি মীর সাজু, চ্যানেল এস প্রতিনিধি মিজানুর রহমান সোহেল, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি হাসান লিটন, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি নুরুল্লাহ আরিফ, ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি মামুন হোসাইন, দৈনিক আজকের ভোলা প্রতিনিধি শামিম হোসেন প্রমুখ।

‎বক্তারা বলেন, ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে উপকূলজুড়ে প্রান হারিয়েছে লাখো মানুষ। ভেসে গেছে গবাদিপশু, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল, গাছপালা এবং সৃষ্ট হয়েছে ব্যাপক ধ্বংসযজ্ঞ। পুরো উপকূল এলাকা মুহূর্তেই তলানিতে পরিণত হয়। সেই দিনের স্মৃতিকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার দাবী জানানো হয়।

‎শেষে জলোচ্ছ্বাসে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন খাস মহল জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা মো. ইয়াছিন।

Related Articles

Back to top button