ঢাকা ১৮ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ঐক্য প্রদর্শন ধানের শীষের পক্ষে গণমিছিল, সন্ত্রাস ও গডফাদারতন্ত্রের বিরুদ্ধে কঠোর বার্তা

টাইমস ২৪ ডটনেট : ঢাকা ১৮ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বিরল এক ঐক্যের ছবি দেখা গেছে। বিভিন্ন সময় ভিন্ন অবস্থান থেকে রাজনীতি করলেও এবার তারা এক প্লাটফর্মে এসে ধানের শীষের পক্ষে গণমিছিল ও সমাবেশ করেন। এতে নেতারা সন্ত্রাস, চাঁদাবাজি ও গডফাদারতন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। তিনি বলেন, “ঢাকা ১৮ আসন জনগণের আসন। এখানে কেউ দাপট দেখাতে বা ভয় দেখাতে পারবে না। আমরা সবাই মিলেই জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলনে মাঠে আছি। দলের প্রতীককে বিজয়ী করতে মনোনয়নপ্রত্যাশীদের এই ঐক্য প্রমাণ করে, বিএনপি ক্ষমতায় যেতে নয়—দেশকে বাঁচাতে আন্দোলন করছে।”
সমাবেশে সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন বলেন,
“আজকের গণমিছিল দেখিয়ে দিল, বিএনপি বিভক্ত নয়। আমরা যেই প্রার্থীই পাই না কেন, জনগণের স্বার্থে ধানের শীষকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধ।”
যুগ্ম আহবায়ক এম কফিল উদ্দিন বলেন,
“এ আসনে সন্ত্রাস, চাঁদাবাজি আর গডফাদারদের জায়গা নেই। যারা জনগণের পেটে লাথি দিয়ে ক্ষমতার দম্ভ দেখিয়েছিল, আসন্ন নির্বাচনে জনগণ তাদের জবাব দেবে।”
যুগ্ম আহবায়ক মোহাম্মদ আফাস উদ্দিন বলেন,
“আজকের গণমিছিল আমাদের মনোভাব পরিষ্কার করে দিয়েছে। বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনতেই মাঠে নেমেছে। আমরা যে কেউ মনোনয়ন পাই বা না পাই, ধানের শীষই আমাদের চূড়ান্ত পরিচয়।”
অভ্যন্তরীণ সূত্র জানায়, আওয়ামী লীগের সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে সাম্প্রতিক কিছু অভিযোগ ও বিতর্ক ঘিরে দলের ভেতরে যে কিছু অসন্তোষ ছিল, তার প্রতিফলনও আজকের কর্মসূচিতে পরিলক্ষিত হয়। কয়েকজন নেতাকে আমন্ত্রণ তালিকায় না রাখার বিষয়টি দলীয় শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবেই দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চলমান অভিযোগগুলোর প্রতি নেতাদের সংবেদনশীলতা এবং পরিস্থিতি সামাল দিতে দায়িত্বশীল ভূমিকা রাখতেই এ ধরনের সতর্কতা।
এদিকে মনোনয়নপ্রত্যাশীদের ঐক্য এবং একসাথে মাঠে নামাকে আগামী নির্বাচনে বিএনপির শক্তিশালী অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা। তারা আশা করছেন, এই ঐক্যের ধারাবাহিকতা থাকলে ঢাকা ১৮ আসনে ধানের শীষ বড় ব্যবধানে বিজয়ী হতে পারে।



