বাংলাদেশ

যশোরে ০২ টি র্স্বণের বার সহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরে অর্ধ কোটি টাকার ০২ (তিন) টি স্বর্ণের বার, ০১টি মোবাইল এবং ০১টি হেডফোনড সহ পাচারকারীকে আটক করেছে বর্ডার র্গাড বাংলাদেশ(বজিবি)।

০৯ নভেম্বর রবিবার রাত সাড়ে ৮টার দিকে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানার বাউলিয়া বাজারের পাকা রাস্তার উপর হতে ০১ জন আসামীসহ ১১৮.৭৫ গ্রাম ওজনের ০২ (দুই) টি স্বর্ণের বার এবং ০১টি মোবাইল আটক করে।

আটক স্বর্ণের মূল্য ২০,৫৪,২৫৬/-(বিশ লক্ষ চুয়ান্ন হাজার দুইশত ছাপ্পান্ন ) টাকা ও ০১টি মোবাইল এর মূল্য ২০,০০০ (বিশ হাজার) টাকা এবং নগদ ৭৫২ টাকাসহ সর্ব মোট সিজার মূল্য ২০,৭৫,০০৮
(বিশ লক্ষ পচাঁত্তর হাজার আট) টাকা।

আটককৃত ব্যক্তির কোমরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর ও বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করবেনাপোল গমন করছিল।

আটক শরিফুল ইসলাম ( ৫৬),সাতক্ষীরা জেলার কলোরুয়া থানার,কাকডাঙ্গা গ্রামের রশিদ মিয়ার ছেলে।

আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি,পিএসসি জানান,দীর্ঘদিনযাবত অস্ত্র স্বর্ণ,রূপা, মাদক, ডলার,রুপি,হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্প না-অনুযায়ী গোয়েন্দা তৎপরতা আভি যানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

Related Articles

Back to top button