রাজনীতি

ঢাকা-১৮ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চান আক্তার হোসেন

এস.এম. নাহিদ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর রাজনৈতিক অঙ্গনে চলছে তৎপরতা ও প্রস্তুতি। এ প্রেক্ষাপটে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেন বলেন, দলের ঐক্য বজায় রেখে ঢাকা-১৮ আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য।রবিবার (৯ নভেম্বর) নিজ কার্যালয়ে নির্বাচন প্রসঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন,দল যাকেই প্রার্থী করুক না কেন আমরা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠাই আমাদের মূল উদ্দেশ্য।

আক্তার হোসেন বলেন,দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীরা নানা প্রতিকূলতা ও দমন-পীড়নের মধ্যেও সংগঠনকে ধরে রেখেছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপিকে শক্তিশালী করতে যারা নিরলসভাবে কাজ করেছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এখন জনগণের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা জনগণের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে আসছে। দেশের মানুষ পরিবর্তন চায়। তারা চায় সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা। আমরা সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করছি। দমন-পীড়ন ও মামলা-হামলার মুখেও আমাদের নেতাকর্মীরা রাজপথ ছাড়েনি। তারা প্রমাণ করেছেন, বিএনপিকে দমিয়ে রাখা যায় না, এবারও যাবে না।তরুণ প্রজন্মের ভূমিকাকে ইতিবাচক হিসেবে তুলে ধরে তিনি বলেন, তরুণরা এখন রাজনীতিতে আরও সচেতন ও সক্রিয়। তারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার,গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে। আমি বিশ্বাস করি, তরুণরাই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।

সবশেষে মো. আক্তার হোসেন বলেন, ঢাকা-১৮ আসনে আমাদের লক্ষ্য স্পষ্ট। গণতান্ত্রিক মূল্যবোধের পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। বিএনপি জনগণের দল, জনগণের ভোটেই বিএনপি জয়ী হবে, ইনশাআল্লাহ।

Related Articles

Back to top button