বাংলাদেশ

ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র সংস্কারের ৩১ দফা” বিষয়ে এক আলোচনা সভা ও ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৪ নভেম্বর বিকেলে স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা জনাব গোলাম আজম সৈকত।

সভায় আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমান আকন, সাবেক সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন কিসলু সিকদার, সাবেক সহ-সভাপতি খায়রুল ইসলাম খোকন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান ফুল, সেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সহ-সভাপতি গোলাম কবির, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল মালেক তালুকদার, কৃষক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন পান্না মুন্সী, উপজেলা মহিলাদলের সভানেত্রী লীনা পারভীন এবং জিয়া মঞ্চ কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি এইচ এম বাদল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশের জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন সময়ের দাবি। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে দলীয় নেতাকর্মীদের মাঝে নির্বাচনী প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

Related Articles

Back to top button