চরফ্যাশনে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

মীর সাজু চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে জননিরাপত্তা জোরদার ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যৌথ বাহিনীর উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত (চরফ্যাশন-ভোলা) মহাসড়কের চরফ্যাশন কাইমুদ্দীন মোড়ে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও ট্রাফিক পুলিশ।
অভিযান চলাকালে প্রাইভেটকার, বাস, মাইক্রোবাস, পিকআপ ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করা হয়। হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী ও নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ২ টি মোটরসাইকেল আটকসহ মোট ১৫টি মামলা দায়ের এবং ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চরফ্যাশন ট্রাফিক পুলিশের টিএসআই নাইম জানান, “যৌথ বাহিনীর এই অভিযানের মূল উদ্দেশ্য হলো দুর্ঘটনা প্রতিরোধ ও সাধারণ মানুষকে সচেতন করা। অনেক মোটরসাইকেল আরোহী হেলমেট ছাড়া চলাচল করেন, যা প্রাণঘাতী ঝুঁকি তৈরি করে। পাশাপাশি অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর প্রবণতাও কমাতে আমরা কাজ করছি।”
তিনি আরও বলেন, “নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে এই চেকপোস্ট পরিচালনার মাধ্যমে জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করা ও দুষ্কৃতকারীদের কার্যক্রম নিয়ন্ত্রণে রাখাই আমাদের লক্ষ্য।”
				


