ইউক্রেনকে অত্যাধুনিক টমাহক ক্ষেপণাস্ত্র দিতে রাজি হলেন না ট্রাম্প

টাইমস ২৪ ডটনেট: ইউক্রেনকে অত্যাধুনিক টমাহক ক্ষেপণাস্ত্র দিতে রাজি হলেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তিনি যুদ্ধ আরও জটিল করতে চান না।যদিও ভবিষ্যতে সিদ্ধান্ত পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রেখেছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। সোমবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।বার্তাসংস্থাটি বলছে, আপাতত ইউক্রেনকে দীর্ঘপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার কোনো পরিকল্পনা তার নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, তিনি এমন কোনো চুক্তি বিবেচনা করছেন না, যা ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য টমাহক ক্ষেপণাস্ত্র পেতে সহায়তা করবে।
মূলত যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই অস্ত্র ক্রয় করে তা ইউক্রেনের হাতে তুলে দিতে চায় সামরিক জোট ন্যাটোর কয়েকটি সদস্যদেশ। তবে ট্রাম্প স্পষ্ট করেছেন, চলমান যুদ্ধে উত্তেজনা আরও বাড়ুক, তা তিনি চান না এবং এই কারণেই এমন কোনো পদক্ষেপ নিতে তিনি আগ্রহী নন।ফ্লোরিডার পাম বিচ থেকে ওয়াশিংটনে ফেরার পথে ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এসব কথা বলার পাশাপাশি ভবিষ্যতে সিদ্ধান্ত পরিবর্তনের ইঙ্গিতও দেন। তিনি বলেন, “আমি মত বদলাতেও পারি।”
এর আগে গত ২২ অক্টোবর হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ন্যাটো মহাসচিব মার্ক রুটের বৈঠকে ইউক্রেনকে অত্যাধুনিক টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার ইস্যুটি আলোচনায় ওঠে। পরে রুটে গত শুক্রবার বলেন, বিষয়টি এখনও পর্যালোচনাধীন রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের।
প্রসঙ্গত, টমাহক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২ হাজার ৫০০ কিলোমিটার (১ হাজার ৫৫০ মাইল)। যা রাশিয়ার ভূখণ্ডের অনেক গভীরে, এমনকি মস্কো পর্যন্ত আঘাত হানতে সক্ষম। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে অনেকদিন ধরেই এই ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুরোধ করেছেন। তবে ক্রেমলিন সতর্ক করে বলেছে, ইউক্রেনকে টমাহক সরবরাহের কোনো প্রচেষ্টা হলে তার পরিণতি হবে গুরুতর।



