টঙ্গী-উত্তরখানে অবৈধ গ্যাসে চলছে কারখানা, বিপর্যয়ের মুখে পরিবেশ ও নিরাপত্তা

রানা মিয়া, টাইমস ২৪ ডটনেট, ঢাকা: গাজীপুরের টঙ্গী শিল্প এলাকায় গ্রিন টাচ ফ্যাশন, পারফেক্ট ওয়াশিং প্ল্যান্ট, গ্রিন ব্লু ফ্যাশন এবং ঢাকার উত্তরখানে মদিনা ওয়াশিং লিমিটেড সহ মোট চারটি ওয়াশিং কারখানা দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগে কার্যক্রম চালাচ্ছে বলে স্থানীয় সূত্রে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, এসব ফ্যাক্টরির মালিক শাখাওয়াত হোসেন চোরাইভাবে গ্যাস সংযোগ স্থাপন করে ব্যবসা পরিচালনা করছেন। এতে সরকার হারাচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব, পাশাপাশি সাধারণ জনগণ পরিবেশ দূষণ ও দুর্গন্ধের কারণে দৈনন্দিন জীবনযাত্রায় চরম দুর্ভোগের মুখে পড়েছে।
পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায়, ফ্যাক্টরিগুলোতে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ETP) নেই এবং রাসায়নিক বর্জ্য সরাসরি ড্রেনেজে ফেলা হচ্ছে। এতে এলাকার পানি ও মাটিতে দূষণ ছড়িয়ে পড়েছে, এবং তীব্র দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকির কারণে স্থানীয়দের চলাচলও প্রভাবিত হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, শাখাওয়াত হোসেন ক্ষমতার দাপট দেখিয়ে শত কোটি টাকার ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন। চারটি ফ্যাক্টরির পাশাপাশি তিনি উত্তরা ১০ নম্বর সেক্টরের কামারপাড়া এলাকায় একটি দুইতলা বাড়ি নির্মাণ করেছেন, যা স্থানীয়দের দাবি অনুযায়ী অবৈধভাবে অর্জিত অর্থে তৈরি।
অভিযোগ রয়েছে, তিনি ভ্যাট ও অন্যান্য সরকারি রাজস্ব ফাঁকি দিচ্ছেন। ফ্যাক্টরিগুলোতে ফায়ার সেফটি ব্যবস্থা নেই, এবং ব্যবহৃত রাসায়নিক পদার্থ সংরক্ষণের কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে যে কোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ড বা প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয়রা দাবি করেছেন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও কঠোর পদক্ষেপ ছাড়া এ ধরনের বিপজ্জনক কার্যক্রম বন্ধ করা সম্ভব নয়। পরিবেশ অধিদফতর, ফায়ার সার্ভিস এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষের উদাসীনতা ও দুর্বল তদারকির সুযোগে ফ্যাক্টরিগুলো বছরের পর বছর অবৈধভাবে পরিচালিত হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ গ্যাস সংযোগ, পরিবেশবিধি লঙ্ঘন ও নিরাপত্তা ব্যবস্থা ছাড়া ফ্যাক্টরি পরিচালনা দেশের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। অবিলম্বে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে, এটি শুধু পরিবেশ নয় বরং মানুষের জীবন ও সরকারি সম্পদের জন্যও মারাত্মক হুমকি হয়ে উঠবে। এবিষয়ে শাখাওয়াত হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।



