চরফ্যাশনে বাড়ি লিখে না দেওয়ায় বাবা ও সৎ ভাইদের ফাঁসাতে সন্তানের ওপর নির্যাতনের অভিযোগ

মীর সাজু চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বাড়ির সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে চাঞ্চল্যকর এক ঘটনার অভিযোগ উঠেছে।
জানা যায়, মো. মোস্তফা পঞ্চায়েত নামের এক ব্যক্তি পিতার সম্পত্তি নিজের নামে লিখে না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে নিজের ছেলে মো. তামিম (১৫)-এর ওপর নির্যাতনের নাটক সাজিয়ে বৃদ্ধ বাবা ও সৎ ভাইদের ফাঁসানোর অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, মোস্তফা পঞ্চায়েত স্থানীয় একটি কুচক্রী মহলের সহায়তায় গতকাল সন্ধ্যার পর ছেলে তামিমের হাত-পা বেঁধে একটি খামারের ডোবায় ফেলে রাখেন। পরে ওই ঘটনার ভিডিও ধারণ করে সেটিকে নির্যাতনের ঘটনা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শিশু তামিম জানান, “আমাকে একটা ঘুষি মেরেছে। এরপর আমি অজ্ঞান হয়ে যাই—আর কিছু বলতে পারি না।” তবে তার বক্তব্যে পরিকল্পিত ঘটনার ইঙ্গিত পাওয়া গেছে।
তামিমের মা আরজু বেগম বলেন, ঘটনার সময় আমি বাসায় ছিলাম। “এ কাজ কারা করেছে আমি জানি না। তামিমকে উদ্ধারের পর আমি সেখানে গিয়েছি। শ্বশুরের সঙ্গে আমাদের সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। আমাদের খালপাড়ের জমি দিয়েছে, কিন্তু নতুন বাড়িটি সম্পূর্ণ আমাদের নামে লিখে দিতে বললে শ্বশুর রাজি হননি।”
অভিযুক্ত মোস্তফার বাবা আবু তাহের পঞ্চায়েত বলেন, “আমার সন্তানদের মধ্যে মোস্তফা বড় ছেলে। ওকে আগেই বেশি জমি ও টাকা দিয়েছি। এখন যা আছে, মৃত্যুর পর ওয়ারিশরা ভাগ করে নেবে। কিন্তু মোস্তফা ও তার স্ত্রী নতুন বাড়িটি তাদের নামে লিখে দিতে চাপ দিচ্ছে। আমি রাজি না হওয়ায় তারা পরিকল্পিতভাবে এই নাটক সাজিয়েছে।”
আবু তাহের আরও বলেন, “আল্লাহ সব জানেন ও দেখেছেন, আমার নাতিকে নিয়ে কারা এই ষড়যন্ত্র করছে। আমরা নিরপরাধ। ওরা আমাদের ফাঁসাতে এই কাজ করেছে।” এই ঘটনার বিষয়টিকে নিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যায়।



